শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘কাঠবিড়ালী’র পর ‘রক্তজবা’, এবার তিশা-রাজ

আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ২০:৪০

গেলো বছর ‘কাঠবিড়ালী’ ছবি দিয়ে বাজিমাত করেছেন তরুণ নির্মাতা নিয়ামুল মুক্তা। এবার আসছে তার নতুন ছবি ‘রক্তজবা’। এরই মধ্যে ছবিটির শুটিং শুরু হয়েছে। ইমপ্রেস টেলিফিল্মের এই ছবিটির কাহিনী এবং চিত্রনাট্য লিখেছেন মুহাম্মাদ তাসনীমুল হাসান।

এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন লুৎফর রহমান জর্জ, নুসরাত ইমরোজ তিশা, শরীফুল রাজ, শিল্পী সরকার অপু, জয়ীতা মহলানবিশ, অরিত্র আরিয়া, কামরুল জিন্নাহ, কাজী তানভীর রশিদ অপু প্রমুখ।

গত ১৫ জানুয়ারি থেকে ঢাকা, চাঁদপুর এবং মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে ‘রক্তজবা’র শুটিং হচ্ছে। একজন প্রাক্তন হেডমাস্টারের কাছে আসা একটি রহস্যময় চিঠির সূত্র ধরে এই গল্প শুরু হয়।

থ্রিলার ঘরানার এই চলচ্চিত্রটিতে আবু শাহেদ ইমন ক্রিয়েটিভ প্রোডিউসার হিসেবে যুক্ত আছেন, চিত্রগ্রহণ করছেন বরকত হোসাইন পলাশ, শিল্প নির্দেশনা দিচ্ছেন কাজী তানভীর রশিদ অপু, এক্টিং কোচ হিসাবে আছেন আসাদুজ্জামান আবির এবং প্রধান সহকারী  পরিচালক  কে এম কনক।
 
গত বছর ১৭ জানুয়ারি মুক্তি পেয়েছিলো নিয়ামুল মুক্তার প্রথম চলচ্চিত্র ‘কাঠবিড়ালী’।

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন