তারিক আনাম-মৌসুমী হামিদের ‘আমার বর্ণমালা’

তারিক আনাম খান ও মৌসুমী হামিদ। ছবি: সংগৃহীত
ইত্তেফাক অনলাইন ডেস্ক১৯:০৪, ২০ ফেব্রুয়ারি, ২০২১ | পাঠের সময় : ০.৬ মিনিট
দর্শকপ্রিয় অভিনেতা তারিক আনাম খান। নিখুঁত অভিনয় দিয়ে জয় করেছেন মানুষের মন। এবারও তাকে দেখা যাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নাটকে। ‘আমার বর্ণমালা’ নামের নাটকটিতে তারিক আনামের সঙ্গে অভিনয় করেছেন মৌসুমী হামিদ।
সীমান্ত সজলের রচনা ও পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন কায়েস চৌধুরীসহ আরও অনেকে। ২১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশন রাত ৮ টায় রয়েছে বিশেষ নাটক ‘আমার বর্ণমালা’।
এছাড়া সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে নড়াইল থেকে সরাসরি সম্প্রচার হবে দীপশিখা প্রজ্বালন অনুষ্ঠান ‘একুশের দ্বীপ জ্বেলে’। এ অনুষ্ঠানে এক লক্ষ মোমবাতি জ্বালিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হবে। রাত ১০.৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ প্রামাণ্যচিত্র ‘স্মৃতির মিনার’ এবং রাত ১১ টায় রয়েছে প্রামাণ্যচিত্র ‘মোদের গরব মোদের ভাষা’।
ইত্তেফাক/বিএএফ