শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভাষা শহীদদের শ্রদ্ধা-স্মরণে ফেসবুকে যা লিখলেন তারকারা

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৪৭

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের বিনোদন অঙ্গনের তারকারা। নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ বার্তা দিয়েছেন তারা।

ঢালিউড সুপাস্টার শাকিব খান একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘রক্ত দিয়ে অর্জন করা বাংলা ভাষা আমার অহংকার’

 

রক্ত দিয়ে অর্জন করা বাংলা ভাষা আমার অহংকার ????????

Posted by Shakib Khan on Saturday, February 20, 2021

ফেসবুকে লম্বা স্ট্যাটাস দিয়ে জয়া আহসান লিখেছেন, ‘আমাদের ভাষার দাবির ভেতরে সুপ্ত ছিল ভবিষ্যতের রাষ্ট্রের দাবি। পাকিস্তানি শাসকেরা সেটা ঠিকই বুঝেছিল। তাই দুই–দুইবার তারা ভেঙে দিয়েছিল আমাদের প্রাণের শহীদ মিনার। একবার বায়ান্নোয়, আরেকবার একাত্তরে। ভেঙে দিয়েছিল, কিন্তু মোটেই নিশ্চিহ্ন করতে পারেনি। বাঙালির ভাষা শহীদ দিবস আজ বিশ্বজনের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশে আজ সবার ভাষার দাবির কথা বলে।’

 

আমাদের ভাষার দাবির ভেতরে সুপ্ত ছিল ভবিষ্যতের রাষ্ট্রের দাবি। পাকিস্তানি শাসকেরা সেটা ঠিকই বুঝেছিল। তাই দুই–দুইবার তারা...

Posted by Jaya Ahsan on Saturday, February 20, 2021

তিনি আরও লিখেছেন, ‘নভেরা আহমেদের নকশা করা শহীদ মিনারের ভাস্কর্যের আদলও আজ ছড়িয়ে পড়েছে পৃথিবীজুড়ে। বাংলাদেশের এমন কোনো অঞ্চল নেই যেখানে শহীদ মিনারের রেপ্লিকা নেই। লাখ খানেকের কাছাকাছি। এখন আর সেটি শুধু বাংলাদেশের সীমানাতেই আটকে নেই, ছড়িয়ে পড়েছে সর্বত্র। এক ভারতেই ১৪–১৫টি। আরও আছে আমেরিকায়, ব্রিটেনে, অস্ট্রেলিয়ায়, বেলজিয়ামে। বাংলাদেশের বাইরে সব মিলিয়ে প্রায় ২৫টির মতো। হচ্ছে আরও বেশ কিছু দেশে। আমার বিশ্বাস আরও হবে। মায়ের ভাষার প্রতি ভালোবাসা কার না বুকে আছে! এই শহীদ মিনারের সঙ্গে মায়ের ভাষার প্রতি আমাদের ভালোবাসা জেগে থাকুক পৃথিবীর কোণে কোণে।’

 

কেবল বাংলা ভাষাকে নয়, পৃথিবীর সকল ভাষার নিজস্ব মহিমা অক্ষুন্ন রাখার দীপ্ত শপথ নেবার দিন হচ্ছে একুশে ফেব্রুয়ারি-...

Posted by Chanchal Chowdhury on Saturday, February 20, 2021

ফেসবুকে একটি ছবি শেয়ার দিয়ে তার ক্যাপশনে চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘কেবল বাংলা ভাষাকে নয়, পৃথিবীর সকল ভাষার নিজস্ব মহিমা অক্ষুন্ন রাখার দীপ্ত শপথ নেবার দিন হচ্ছে একুশে ফেব্রুয়ারি-আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালি হিসেবে আজ আমাদের সবার অঙ্গীকার...সর্বস্তরে বাংলা-ভাষার প্রচার ও প্রসার।’

 

একুশের এই শক্তির বলে বলীয়ান হয়েই আমরা এগিয়ে যাই। শুধু ভাষার এ মাসে নয়, একুশ আমাদের শক্তি জোগায় সারা বছর। বাংলাদেশ ও...

Posted by Mehazabien Chowdhury on Saturday, February 20, 2021

অভিনেত্রী মেহজাবিন চৌধুরী লিখেছেন, ‘একুশের এই শক্তির বলে বলীয়ান হয়েই আমরা এগিয়ে যাই। শুধু ভাষার এ মাসে নয়, একুশ আমাদের শক্তি যোগায় সারা বছর। বাংলাদেশ ও বাংলা ভাষাকে নিয়ে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। গান টা দেখে আবারো মনে পড়ে গেলো একুশের চেতনা....সবাইকে ভাষা দিবসের শুভেচ্ছা।’

 

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি৷ সবাইকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

Posted by Ziaul Faruq Apurba on Saturday, February 20, 2021

জিয়াউল ফারুক অপূর্ব লিখেছেন, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি। সবাইকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’

 

আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ শে ফেব্রুয়ারী আমি কী ভূলতে পারি... সকল ভাষা শহীদ দের প্রতি রইলো গভীর শ্রদ্ধা....ও সালাম।

Posted by Apu Biswas on Saturday, February 20, 2021

চিত্রনায়িকা অপু বিশ্বাস লিখেছেন, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ শে ফেব্রুয়ারি আমি কী ভুলতে পারি...সকল ভাষা শহীদদের প্রতি রইলো গভীর শ্রদ্ধা....ও সালাম।’

 

এই মায়ের দেওয়া মাতৃভাষাকে হৃদয়ে নিয়ে সমাজের সমস্ত কলঙ্ক মুছে ফেলি। গান টা মনে গেঁথে গেলো... সবাই কে মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ????????

Posted by Bidya Sinha Saha Mim on Saturday, February 20, 2021

বিদ্যা সিনহা মিম লিখেছেন, ‘এই মায়ের দেওয়া মাতৃভাষাকে হৃদয়ে নিয়ে সমাজের সমস্ত কলঙ্ক মুছে ফেলি। গান টা মনে গেঁথে গেলো...। সবাইকে মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনেক অনেক শুভেচ্ছা।’

 

সবাইকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

Posted by Tanjin Tisha on Saturday, February 20, 2021

অভিনেত্রী তানজিন তিশা লিখেছেন, ‘সবাইকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’

 

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতির বীর সন্তানদের বিনম্র শ্রদ্ধা ও সম্মানের সাথে স্বরণ করছি

Posted by Nirab Hossain on Saturday, February 20, 2021

চিত্রনায়ক নিরব লিখেছেন, ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতির বীর সন্তানদের বিনম্র শ্রদ্ধা ও সম্মানের সাথে স্বরণ করছি।

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন