শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সুস্থ হয়ে ইসলামি গানে কণ্ঠ দিলেন আকবর

আপডেট : ০৩ মার্চ ২০২১, ১৯:৪৭

করোনাকালীন প্রচণ্ড অসুস্থ ছিলেন সংগীতশিল্পী আকবর আলী গাজী। হাসপাতালে ভর্তি হয়ে ছিলেন দীর্ঘদিন। মুমূর্ষু অবস্থা থেকে ফিরে এসেছেন। তিনি এখন সুস্থ। তবে ঔষধ সেবন চলছে। আগের মতো আবার স্বাভাবিক জীবন যাপন করছেন। সুস্থ হওয়ার পর প্রথম গানে কণ্ঠ দিয়েছেন ‘তোমার হাত পাখার বাতাসে’ খ্যাত এই শিল্পী।

‘যদি নামাজকে ভালোবেসে করো সম্মান, নামাজও তোমাকে দিবে সম্মান’ শিরোনামে গানটির কথা ও সুর করেছেন স্বপন আহসান।

গানটি নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন আকবর। তিনি লিখেছেন, ‘সুস্থ হবার পর প্রথম নতুন গানে ভয়েজ দিলাম। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। অসাধারণ একটা ইসলামিক গান। গানটা করার পর নিজের কাছে অনেক শান্তি লাগছে। ধন্যবাদ স্বপন ভাইকে। এতো সুন্দর একটা গান আমাকে দিয়ে করানোর জন‍্য। সবাই আমার জন‍্য দোয়া করবেন।’

 

গান:যদি নামাজকে ভালোবেসে করো সম্মান নামাজও তোমাকে দিবে সম্মান কথাও সুর:স্বপন আহসান সুস্থ হবার পর প্রথম নতুন গানে ভয়েজ...

Posted by Singer Akber on Wednesday, March 3, 2021

তিনি আরও লিখেছেন, ‘গানটা রেকর্ডিং হয়েছে ৮৯.০ এফএম অফিসে। আবিদ ভাই; টুটুল ভাই আপনাদের সাথে পরিচিত হয়ে খুব ভালো লেগেছে। অসাধারণ একটা সময় কাটিয়েছি আপনাদের সাথে। এভাবেই সবসময় আপনারা আমার পাশে থাকবেন।’

দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে গান গেয়ে রাতারাতি পরিচিতি পান আকবর। কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে যাবে’ গানটি গেয়ে সবার দৃষ্টি আকর্ষণ করা এই শিল্পী।

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন