শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আলম আরা মিনুর সুরে গাইলেন ৭ গায়িকা

আপডেট : ০৫ মার্চ ২০২১, ২২:১৮

কণ্ঠশিল্পী আলম আরা মিনু অনেক জনপ্রিয় গান গেয়েছেন। সংসার করেছেন প্রয়াত সুরকার সেলিম আশরাফের সঙ্গে। এবার নিজেই গান সুৃর করেছেন তিনি। এর শিরোনাম ‘শোনো পৃথিবী শোনো’। নারী দিবসের জন্য গান, কবিতা ও নাচের সম্মিলনে তিনটি অংশে তৈরি হচ্ছে এটি। শুক্রবার (৫মার্চ) গানটির শুটিং শেষ হয়েছে।

‘শোনো পৃথিবী শোনো’ গানটি গেয়েছেন বিভিন্ন প্রজন্মের সাত গায়িকা। তারা হলেন- রিজিয়া পারভীন, রুমানা ইসলাম, আঁখি আলমগীর, কনা, নিশিতা বড়ুয়া, অবন্তী সিঁথি ও অরপা।

গানটির কথা লিখেছেন অধরা জাহান, সংগীতায়োজনে মানাম আহমেদ। গানের সঙ্গে কবিতা পাঠ করেছেন বুলবুল মহলানবিশ ও অধরা জাহান। নৃত্য পরিবেশনায় চাঁদনী।

ভিডিওটি পরিচালনা করেছেন দীপু হাজরা। তিনি ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘গানটির সঙ্গে থাকছে নাচ ও কবিতার কিছু অংশ। ইতিমধ্যে শুটিং শুরু হয়েছে। এত শিল্পীকে একসঙ্গে একফ্রেমে আনা আসলেই খুব কঠিন। আমরা সেই কাজটিই করছি। আশা করি দর্শকরা নতুন কিছু পাবে।’

 

আলম আরা মিনু ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘ছোটবেলা থেকেই গান সুর করেছি। আমার নিজের অ্যালবামেও আমার সুর করা গান আছে। সেগুলো অনামিকা নামে যেতো। এবার নিজের নামে আনুষ্ঠানিকভাবে শুরু হলো।’ 

তবে এবারই প্রথম এত গায়িকা আলম আরা মিনুর সুর একটি গানে কণ্ঠ দিলেন। তার কথায়, ‘একসঙ্গে এত শিল্পীকে নিয়ে কাজের অনুভূতি আলাদা। সবাই আমার গানটির প্রশংসা করেছে। সবাই দারুণভাবে গেয়েছে। আনন্দের বিষয় হলো, সম্মিলিতভাবে গানটি গাওয়ার পর তারা সবাই এককভাবে গাওয়ার আগ্রহ প্রকাশ করেছে।’ 

 

ধন্যবাদ আশিক ভাই, রাকিব ভাই???? সুন্দর ভাবে শেষ হলো আমাদের বিশ্ব নারী দিবসের গান। সুরঃ আলম আরা মিনু, কবিতা,আবৃতি,গানের...

Posted by Alam Ara Minu on Friday, March 5, 2021

‘শোনো পৃথিবী শোনো’ গানটি প্রসঙ্গে ইত্তেফাক অনলাইনকে মিনু বলেন, ‘এটি দেশের উন্নয়ন ও সবাইকে নিয়ে কাজ করার উৎসাহমূলক একটি গান। আমারা নারী-পুরুষ আলাদা না, আমার সবাই ভেদাভেদ ভুলে একত্র হয়ে বাঁচতে চাই; এমন একটি বার্তা রয়েছে এতে।’

আগামী ৮ মার্চ নারী দিবসে আরটিভির বিশেষ আয়োজনে এই গানটি প্রচার হবে।

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন