শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নারী দিবসে গৃহকর্মীদের শুভেচ্ছা জানাতে কী করলেন চঞ্চল

আপডেট : ০৮ মার্চ ২০২১, ২০:১৩

আন্তর্জাতিক নারী দিবস আজ। ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’- এই প্রতিপাদ্য সামনে রেখে এবার বাংলাদেশে নানা আনুষ্ঠানিকতায় উদযাপিত হচ্ছে দিবসটি। এই দিবসে ভিন্নভাবে নারীদের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। নারী সেজে একটি বিজ্ঞাপন চিত্রে অভিনয় করার ছবি ফেসবুকে পোস্ট করে এই অভিনেতা।

শেয়ার করা ছবির ক্যাপশনে চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘বিশেষ একটি দিনে নারীর প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা....ব্যাপারটা অনেকটাই লোক দেখানো। সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে খুব ঘটা করেই, এরকম অনেক দিবসই পালিত হয়। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার আনিয়াছে নারী,অর্ধেক তার নর” এটা কি শুধুই কবিতার লাইন? নাকি আমাদের বোধে আর বিশ্বাসেও এই সত্যটা আছে? বিশেষ একটি দিনে নয়।’

তিনি আরও লিখেছেন, ‘সারা বছর জুড়ে,ঘরে বাইরে সকল ক্ষেত্রে নারীর সম অধিকার প্রতিষ্ঠিত হোক....করুণা নয়, যোগ্যতার বিচারে নারীর অগ্রযাত্রা অব্যাহত থাকুক। মাতৃরুপী সকল নারীই সৃষ্টির আদি ইতিহাস। নারী দিবসে সকল গৃহপরিচারিকার প্রতি সম্মান ও ভালোবাসা।’

 

বিশেষ একটি দিনে নারীর প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা.... ব্যাপারটা অনেকটাই লোক দেখানো। সামাজিক যোগাযোগ মাধ্যমের কারনে খুব ঘটা...

Posted by Chanchal Chowdhury on Monday, March 8, 2021

ইত্তেফাক/বিএএফ
 

এ সম্পর্কিত আরও পড়ুন