শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দেশভাগের সময় মানুষের বিস্তৃত জীবন নিয়ে ‘খোয়াবনামা’

আপডেট : ১২ মার্চ ২০২১, ১৯:২৪

১৯৪৭ দেশভাগের পটভূমিতে তৎকালীন জনমানুষের বিস্তৃত জীবনের গল্প নিয়ে মঞ্চস্থ হবে ‘খোয়াবনামা’। আগামীকাল (১৩ মার্চ) শনিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এটি মঞ্চস্থ হবে।

প্রাচ্যনাট্যের ৩৭তম এই প্রযোজনাটির নাট্যরূপ দিয়েছেন মো. শওকত হোসেন সজীব। নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন। প্রখ্যাত ঔপন্যাসিক ও গল্পকার আখতারুজ্জামান ইলিয়াসের বিখ্যাত উপন্যাস। এই গল্পের মধ্য দিয়ে সময়ের জীবন ও বাস্তবতাকে ঔপন্যাসিক তুলে ধরেছেন নিপুণ হাতে।

খোয়াবনামায় অভিনয় করেছেন সানজিদা প্রীতি, সাখাওয়াত হোসেন রিজভী, মনিরুল ইসলাম রুবেল, চেতনা রহমান ভাষা, শশাংক সাহা, মো. সোহেল রানা, মিতুল রহমান, মো. সোহেল রানা, তানজি কুন, সাইদুর রহমান শাহীন, শ্রাবণ শামীম প্রমুখ। 

গানের সুর: রাহুল আনন্দ, সঙ্গীত : নীল কামরুল, কোরিওগ্রাফি : স্নাতা শাহরিন, মঞ্চ: এবি এস জেম, আলোক ভাবনা: ঠান্ডু  রায়হান।

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন