শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মিতা হকের মৃত্যুতে তারকাদের শোক

আপডেট : ১১ এপ্রিল ২০২১, ১৪:১৩

সবাইকে বিদায় জানিয়ে না ফেরার দেশে চলে গেলেন বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক। রবিবার (১১ এপ্রিল) সকাল ৬টা ২০ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করছেন তারকারা।

 

নকীব খান

বিষয়টি মেনে নিতে পারছি না। আমরা শোকাহত। আমাদের ভালোবাসার মানুষ মিতা হক আপা আর নেই। 

সামিনা চৌধুরী

মিতা আপা। খুব অপরাধী লাগছে। বিশ্বাস করা যাচ্ছে না।’

কুমার বিশ্বজিৎ

আপনার প্রতি শ্রদ্ধা মিতা আপা। আপনার আত্মার শান্তি কামনা করি।

চঞ্চল চৌধুরী

উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হক। আমাদের প্রাণের মানুষ, মিতা আপা। চলে গেলেন সবাইকে ছেড়ে। আর কোনওদিন দেখতে পাবো না। শুনতে পাবো না আপনার গান। গভীর শ্রদ্ধা।

মেহের আফরোজ শাওন

মিতা আন্টি। ভালো থাকুন অনন্ত নক্ষত্রবীথিতে। শ্রদ্ধা... ভালোবাসা।

শারমিন সুলতানা সুমি

এতো যত্নে, আদরে, নিষ্ঠায় গান গাইতে শুনে অনুপ্রাণিত হয়েছি বারবার। ভালো থাকবেন মহীরূহ!

ঊর্মিলা শ্রাবন্তী কর

আমার চোখে পুরো বিশ্বের বুকে যেই শিল্পীর গান এবং ব্যক্তিত্ব সবচেয়ে বেশি আকর্ষণীয়, যার গান শুনে আমার জীবনের সবচেয়ে বেশি সময় কেটেছে। আমার সবচেয়ে প্রিয় সেই বরেণ্য সঙ্গীত শিল্পী, শিক্ষক মিতা হক একটু আগে না ফেরার দেশে চলে গেলেন। আপা আপনি ভালো থাকবেন। আপনি সবসময় আমার প্রিয় শিল্পী ছিলেন আর আজীবন থাকবেন। দেখা হবে হয়তো অন্য কোনও দেশে, অন্য কোনওভাবে। ঈশ্বর আপনাকে ভালো রাখুক। আমি তোমাকে অসংখ্য ভাবে ভালোবেসেছি, অসংখ্যবার ভালোবেসেছি, এক জীবনের পর অন্য জীবনেও ভালোবেসেছি, বছরের পর বছর, সর্বদা, সবসময়।

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন