শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বৈশাখে ঘরবন্দি তারকাদের শুভেচ্ছা

আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ০৪:১২

করোনা ভাইরাসের কারণে সারাদেশ লকডাউন। উদ্বেগজনক পরিস্থিতি দেখা দিয়েছে। গতবোরের মতো এবারের পহেলা বৈশাখে সবাই ঘরবন্দি। ঘরে বসেই তারকারা বাংলা নববর্ষ ১৪২৮ বরণ করে নিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলা নববর্ষের ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।

চঞ্চল চৌধুরী
‘সংযমের এই মাসে, সর্ব ক্ষেত্রে সংযম পালন করুন। অবশ্যই সামাজিক যোগাযোগমাধ্যমেও কোনো মন্তব্য করার আগে ভাবুন, আপনার সংযম নষ্ট হচ্ছে কি না। নতুন বছরের শুরুতে, দেশের এই করোনা সংকটে, দেশের মানুষের জন্য, দেশের জন্য মঙ্গল কামনা করুন। সবার মঙ্গল হোক, শুভ নববর্ষ।’

জয়া আহসান
কোভিডের দুঃসময় আমরা পার হইনি। চারদিকে বিষণ্নতা আর মৃত্যু। কিন্তু দুঃসময়ই যে মানুষের শেষ কথা নয়, সে কথা জানাতেই তো বাংলা নববর্ষের আগমন। করোনার বিস্তারে গত বছরের নববর্ষে আমরা সংযত থেকেছি। প্রত্যাশা করেছি, পরের নববর্ষে দুর্যোগের গাঢ় মেঘ মাথার ওপর থেকে সরে যাবে। এবারে কোভিড আরও জোরেসোরে ফিরে এসেছে। কিন্তু কোভিডের কী সাধ্য পয়লা বৈশাখের প্রাণশক্তিকে চাপা দেয়! মানুষকে পরাস্ত করা কি এতই সহজ! কত যুদ্ধ, মন্বন্তর, মারি পেছনে ফেলেই না এত দূর এগিয়ে এসেছে মানুষ। মানুষ মানে এগিয়ে যাওয়া। ঘোর অন্ধকার আসে, তাকে পেছনে ফেলে এগিয়ে চলো, সবাই হাত ধরে—পয়লা বৈশাখ ঠিক এই কথাটিই সব সময় বলে এসেছে। আমরা সতর্ক আর নিরাপদ থাকব, নিজেদের সুস্থ রাখার জন্য সবকিছু করব, সবার জন্য দু হাত বাড়িয়ে রাখব, মনকে ভরে রাখব আলোয়। নববর্ষের কচি রোদ আমাদের সবার মুখের ওপরে। এই বছর প্রথমবারের মত বাংলাদেশে পহেলা বৈশাখ উপলক্ষে ফেসবুক একটি বিশেষ অগমেন্টেড রিয়ালিটি ইফেক্ট তৈরি করেছে। মনে হচ্ছে যেন সবার সাথেই মঙ্গল শোভাযাত্রায় বেরিয়েছি। শখ করে আলপনা দিয়েছি গালে। করোনা থেকে বাঁচতে মুখে আবার মাস্কও আছে! দুঃসময় পেরিয়ে আমাদের এই পথ চলাতেই আনন্দ। শুভ নববর্ষ।

রাফিয়াত রশিদ মিথিলা
‘হৃদয়ের অন্ধকার প্রকোষ্ঠগুলো ধুয়ে যাক বৈশাখী ঝড়ে। ভালোবাসা আর সহমর্মিতার আলোয় উচ্ছল হয়ে উঠুক আলোর সন্ধানীরা। নতুন বছরে নতুনের প্রত্যাশায়। শুভ নববর্ষ।’

বিদ্যা সিনহা মিম
‘করোনা মহামারির মধ্যেই বাঙালির জীবনে আরও একবার এল পয়লা বৈশাখ। আজ বাঙালির সম্প্রীতির দিন, উৎসব হবে বাংলার ঘরে ঘরে, নিজেদের মতো করে। ফিরে আসুক কাঁধে কাঁধ মিলিয়ে চলার সুদিন, এই প্রত্যাশা।’

জিয়াউল ফারুক অপূর্ব
‘সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। বছরের প্রথম দিনের প্রথম রমজানে আসুন লকডাউনের সকল বিধিনিষেধ মেনে চলি।’

ইমন
‘আলহামদুলিল্লাহ বাংলা বছরের প্রথম দিনটি পবিত্র রমজান দিয়ে শুরু হলো। ইনশা আল্লাহ আমরা অচিরেই একটি করোনামুক্ত পৃথিবী দেখতে পাব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং মাস্ক ব্যবহার করবেন। শুভ নববর্ষ।’

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন