শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পদ্মা নদীর মাঝির সেই ‘কপিলা’ করোনায় আক্রান্ত

আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ১৮:১২

এই মুহূর্তে গোটা বিশ্বের স্বাস্থ্য পরিকাঠামোর কপালেই ভাঁজ ফেলে দিয়েছে করোনা ভাইরাস। এর মাঝেই ভারতে ভোট চলছে। মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা শিঁকেয়! এমন পরিস্থিতিতেই দুঃসংবাদ পদ্মা নদীর মাঝির ‘কপিলা’ খ্যাত অভিনেত্রী ও বিজিপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। করোনায় আক্রান্ত হওয়ার কথা নিজেই জানালেন সোশ্যাল মিডিয়ায়।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ফেসবুক প্রোফাইলে লেখেন, ‘অবশেষে আমিও করোনায় আক্রান্ত, দুঃখিত বন্ধুরা।’

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মৃদু উপসর্গ লক্ষ্য করে রূপা নিজেই শহরের এক নামী বেসরকারি হাসপাতালে তার কোভিড টেস্ট করান। তাতেই করোনার রিপোর্ট পজিটিভ আসে। বিজেপি সূত্রে খবর, রূপার একাধিক দলীয় কর্মসূচি ছিল। সেগুলো সবই বাতিল করা হয়েছে। এমনিতে দলের তরফে কোভিড বিধি মেনে চলার জন্য কড়া নির্দেশিকা জারি করা হয়েছে।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shruti Das (@shrutidas_real)

 

ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন রূপা। গৌতম ঘোষ পরিচালিত ‘পদ্মা নদীর মাঝি’ সিনেমায় ‘কপিলা’ চরিত্রে অভিনয় করে দুই বাংলায় বেশ প্রশংসা পেয়েছেন তিনি।

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন