বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কবরীর জন্য দোয়া চেয়েছেন তারা

আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ২২:১৯

করোনায় আক্রান্ত হয়েছেন বরেণ্য অভিনেত্রী ও নির্মাতা সারাহ বেগম কবরী। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ফুসফুসের অবস্থাও ভালো নেই তার। এই তারকার জন্য দোয়া চাইছেন তার কাছের কয়েকজন প্রিয় মানুষ।

ববিতা
‌‘কবরী আপার জন্য আল্লাহর কাছে দোয়া করছি। তাকে যেন দ্রুত সুস্থ করে আমাদের কাছে ফিরিয়ে দেয়। সবাই তার জন্য প্রার্থনা করবেন।’

রুনা লায়লা
‌‘কবরীর ছেলে চিশতীর কাছ থেকে আমরা খোঁজ নিচ্ছি। খুবই খারাপ একটা সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আল্লাহর কাছে আমরা সবাই প্রার্থনা করি। তিনি একমাত্র আমাদের রক্ষা করতে পারেন। কবরীর খবরটা আরও মন খারাপ করে দিয়েছে। তার জন্য দোয়া করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন।’

জায়েদ খান
‘লাইফ সাপোর্টে কিংবদন্তি কবরী আপা। সবাই দোয়া করবেন।’

ফাহমিদা নবী
‘মিষ্টি মেয়ে আর কারো নামের আগে ব্যবহৃত হয়না কবরী ছাড়া। আমাদের মিষ্টি মেয়ে আসলেই এতো মিষ্টি, যার হাসির তুলনা নাই। আমরা দুবোন যখন তার সাথে ছবিটি তুলেছিলাম তখন কবরী আন্টি বলেছিলেন, এই মিষ্টি দু বোনের সাথে ছবিটা তুলে দাও তো! আমরা অনেক হাসতে চাইলাম কিন্তু উনার মতোন মিষ্টি হাসি হলোনা..... তিনি তো তিনি আমাদের প্রিয় কিংবদন্তী কবরী! তার এই হাসি আবার ফিরে আসুক। এই মুহূর্তে আর কিছু ভাবতে পারছিনা!তিনি লাইফ সাপোর্টে আছেন।আল্লাহ যেন তাঁকে সুস্হ করে দেন। একটু পরেই ফজরের নামাজ। তার জন্য সবাই অনেক দোয়া চাই। আমিন।’

সাবিনা ইয়াসমিন
‘কবরীর হাসপাতালে ভর্তির খবর আগেই জেনেছি। ভেবেছিলাম দ্রুত বাসায় ফিরবে। কিন্তু হঠাৎ লাইফ সাপোর্টের সংবাদটি খুব মন খারাপ করে দিল। ভয়াবহ এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি আমরা। কিছুই ভালো লাগছে না।'

ওমর সানী
‘জীবন্ত কিংবদন্তী আমাদের সবার প্রিয় কবরী আপা লাইফ সাপোর্টে আছে। মহান আল্লাহর কাছে আমি তার সুস্থতা কামনা করি। সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ নিশ্চয়ই কবুল করবেন।’

পপি
‘সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়িকা কবরী। আপার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেনো দ্রুত সুস্থ করে দেয় আপাকে।’

বিজরী বরকতুল্লাহ
‘লাইফ সাপোর্ট আছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অন্যতম প্রতিষ্ঠাতা,বর্তমান সভাপতি, মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য, খ্যাতিমান অভিনেত্রী, জীবন্ত কিংবদন্তি, বঙ্গবন্ধুরআদর্শের সৈনিক,পচাত্তরের পর অভিনেত্রীদের মধ্যে প্রথম প্রতিবাদী কন্ঠস্বর সারাহ বেগম কবরী। আমাদের প্রিয় নেত্রী এখন করোনা আক্রান্ত। তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এই কামনা করি। সবাই তার জন্য দোয়া করবেন।’

তারিন
‘লাইফ সাপোর্টে আছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অন্যতম প্রতিষ্ঠাতা বর্তমান সভাপতি মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য খ্যাতিমান অভিনেত্রী জীবন্ত কিংবদন্তি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, পঁচাত্তরের পর অভিনেত্রীদের মধ্যে প্রথম প্রতিবাদী কন্ঠস্বর সারাহ বেগম কবরী। আমাদের প্রিয় নেত্রী এখন করোনা আক্রান্ত। তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এই কামনা করি। সবাই তার জন্য দোয়া করবেন।’

গত ৫ এপ্রিল কবরীর ক‌রোনা রি‌পোর্ট পজিটিভ এলে তাকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে দরকার হয় আইসিইউর। কুর্মিটোলা হাসপাতালে আইসিইউ খালি না থাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে স্থানান্তর করা হয়।

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন