শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আবুল হায়াতের করোনা জয়

আপডেট : ২০ এপ্রিল ২০২১, ১৫:৪০

দেশবরেণ্য অভিনেতা, নাট্যকার, পরিচালক ও লেখক আবুল হায়াত। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে। আজ ২০ এপ্রিল জানা গেল সুখবর। করোনা থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন আবুল হায়াত। এ তথ্য নিশ্চিত করেছেন তার মেয়ে নাতাশা হায়াত।

তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আব্বার রিপোর্ট নেগেটিভ এসছে। এখন সুস্থ আছেন। সবাই তার জন্য দোয়া করবেন।’

এর আগে, গত ৬ এপ্রিল হাসপাতাল থেকে বাসায় ফেরেন করোনা ভাইরাসে আক্রান্ত এ অভিনেতা। বর্তমানে আবুল হায়াত হোম কোয়ারেন্টাইনে আছেন।

৭৬ বছর বয়সী এই অভিনেতা ১৯৬৯ সাল থেকে অভিনয় করছেন। মঞ্চ, টিভি ও চলচ্চিত্র মিলিয়ে দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য প্রশংসিত কাজ তিনি উপহার দিয়েছেন। নাটকের পাশাপাশি ‘আগুনের পরশমণি’, ‘জয়যাত্রা’, ‘গহীনে শব্দ’, ‘অজ্ঞাতনামা’, ‘স্ফুলিঙ্গ’সহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপশি লেখক হিসেবেও বেশ পরিচিত তিনি।

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন