শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

১৭ বছর পর এলো রেনেসাঁ’র নতুন গান

আপডেট : ১২ মে ২০২১, ১৫:২৩

১৭ বছরের বিরতি ভেঙ্গে নতুন গান নিয়ে আসছে ব্যান্ডদল রেনেসাঁ। তাদের সর্বশেষ অ্যালবাম ‘একুশ শতকে রেনেসাঁ’ প্রকাশিত হয় ২০০৪ সালে। ২০১৮ সালে তাদের নতুন অ্যালবাম বাজারে আসার কথা থাকলে নানাবিধ জটিলতায় সেই অ্যালবামটি আর প্রকাশ হয় নি।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নির্মিত নতুন এই গানের শিরোনাম ‘আকাশ আমার জোছনা আমার’। জুলফিকার রাসেলের কাব্যমালায় এতে সুরারোপ করেছেন এবং কণ্ঠ দিয়েছেন পিলু খান। বুধবার (১২ মে) ধ্রব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেল থেকে গানটি অবমুক্ত করা হয়েছে।

বর্তমানে ব্যান্ডটিতে আছেন নকীব খান, পিলু খান, রেজাউর রহমান, ইমরান রহমান, কাজী হাবলু ও কার্তিক।

রেনেসাঁর জন্ম ১৯৮৫ সালে। কথা ও মেলোডিকে প্রাধান্য দিয়ে ছুটে চলা এ ব্যান্ডের বেশ কিছু গানই মন জয় করেছে শ্রোতাদের। ১৯৮৫ সালে নকীব খান সোলস ছেড়ে ঢাকায় আসার পর এই ব্যান্ড গঠন করেন। রেনেসাঁর প্রথম অ্যালবাম বাজারে আসে ১৯৮৮ সালে। ১৯৯৩ সালে দ্বিতীয় অ্যালবাম তৃতীয় বিশ্ব, ১৯৯৮ সালে তৃতীয় অ্যালবাম একাত্তরের রেনেসাঁ এবং ২০০৪ সালে প্রকাশ পায় একুশ শতকে রেনেসাঁ অ্যালবামটি। এটি তাদের চতুর্থ অ্যালবাম। এরপর টানা ১৭ বছর ব্যান্ডটি কোন গান প্রকাশ করেন নি। ১৭ বছর পর প্রকাশ হতে যাচ্ছে তাদের নতুন গান ‘আকাশ আমার জোছনা আমার’।

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন