বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ঈদ আয়োজন

ছোট পর্দায় বড় পর্দার ছবি (ঈদের দিন)

আপডেট : ১৫ মে ২০২১, ০১:৫৪

ঈদ আনন্দ উৎসবে দেশের টিভি চ্যানেলগুলোর বিশেষ আয়োজনে থাকছে বেশ কয়েকটি নতুন চলচ্চিত্র। এর মধ্যে কয়েকটি ছবি প্রথমবার ছোট পর্দায় দেখা যাবে। 

বীর

দীপ্ত টিভিতে দুপুর ১টা ৩০ মিনিটে থাকছে কাজী হায়াতের পরিচালিত ‘বীর’। অভিনয়ে শাকিব খান ও বুবলী।

আমি নেতা হবো

ঈদের দিন দুপুর ২টা ৪৫ মিনিটে এটিএন বাংলায় রয়েছে শাকিব খান ও মিস্টি জান্নাতের ‘আমি নেতা হবো’র টিভি প্রিমিয়ার। রোমান্টিক ঘরানার হাস্যরসধর্মী ছবিটি পরিচালনা করেছেন উত্তম আকাশ। এতে আরও আছেন ওমর সানি, মৌসুমী, কাজী হায়াত ও সাদেক বাচ্চু। একটি বিশেষ গানে নেচেছেন বিদ্যা সিনহা মিম।

আহত ফুলের গল্প

সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে অন্ত আজাদ পরিচালিত ‘আহত ফুলের গল্প’। অভিনয়ে তাহিয়া তাজিন খান, সুজন মাহবুব, আলী আহসান, জয়া রায়, অনন্যা হক, গাজী রাকায়েত।

মায়ের শাড়ি

চ্যানেল আইতে রাত ১১টা ৩০ মিনিটে রয়েছে মুক্তদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মায়ের শাড়ি’র ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার। অভিনয়ে সালাউদ্দিন লাভলু, আফসানা মিমি, মিম মানতাশা, শহিদুল আলম সাচ্চু, মীম চৌধুরী। চিত্রনাট্য ও পরিচালনায় মো. খায়রুল ইসলাম তুফান।  

বসগিরি

আরটিভিতে ঈদের দিন ১০টা ১০ মিনিটে থাকছে বাংলা ছায়াছবি ‘বসগিরি’। অভিনয়ে শাকিব খান ও বুবলী।

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন