শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ঈদ আয়োজন

ঈদের পঞ্চম দিনের নাটক-টেলিছবি

আপডেট : ১৮ মে ২০২১, ১৪:১৮

ঈদের সাতদিন দেশের টেলিভিশন চ্যানেলগুলো থাকে বিশেষ বিশেষ আয়োজন। নাটক, টেলিছবি, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। এবার দেখে নেওয়া যাক ঈদের পঞ্চম দিন (১৮ মে) কোন চ্যানেলে কী অনুষ্ঠান থাকছে।

এটিএন বাংলা

রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে রুম্মান রুনির নাটক ‘হানিমুন ফাপর’। অভিনয়ে মিশু সাব্বির, স্বাগতা, মীম মানতাশা। রাত ১১টা ৩০ মিনিটে রয়েছে চয়ন দেবের রচনা ও দেবব্রত রনির পরিচালনায় টেলিছবি ‘আনলাকি বয়ফ্রেন্ড’। অভিনয়ে নিলয় আলমগীর ও সারিকা সাবাহ।

চ্যানেল আই

দুপুর ২টা ৩৫ মিনিটে থাকছে ফেরদৌস হাসান রানার রচনা ও পরিচালনায় টেলিছবি ‘দুই শালিকের সুখ’। অভিনয়ে সজল, সামান্তা, আবুল হায়াত, দিলারা জামান। বিকেল ৪টা ৩০ মিনিটে দেখানো হবে মুনতাহা বৃত্তার রচনা ও খায়রুল পাপনের পরিচালনায় টেলিছবি ‘কাফফারা’। অভিনয়ে ইরেশ যাকের, তানজিন তিশা। রাত ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে জাকারিয়া সৌখিনের নাটক ‘টালটি বালটি’। অভিনয়ে মিশু সাব্বির, সানজানা রিয়া। রাত ৯টা ৩৫ মিনিটে রয়েছে নাটক ‘থ্রি স্টুজেস’। অভিনয়ে মারজুক রাসেল, চাষী আলম, আইরিন।

একুশে টিভি

রাত ৮টায় থাকছে নাটক ‘ভালোবাসি একটু বেশি’। অভিনয়ে অ্যালেন শুভ্র, তাসনুভা তিশা, মারজুক রাসেল। রাত ৯টা ২০ মিনিটে দেখানো হবে টেলিছবি ‘লাবণী’। অভিনয়ে আবু হুরায়রা তানভীর, মুমতাহিনা টয়া, জাহিদ হোসেন শোভন। রাত ১১টা ২০ মিনিটে প্রচার হবে নাটক ‘ডিসকাউন্ট হাজবেন্ড’। অভিনয়ে মনোজ প্রামাণিক, পারসা ইভানা, মুকিত জাকারিয়া।

এনটিভি

রাত ৮টায় রয়েছে মারুফ মিঠু পরিচালিত নাটক ‘না বলা কথা’। অভিনয়ে মোশাররফ করিম, রোবেনা করিম জুঁই। রাত ৯টা ৩০ মিনিটে থাকছে সাইফুর রহমান কাজলের রচনা ও নাজমূল রনির পরিচালনায় নাটক ‘কেমন আছেন দুলাভাই’। অভিনয়ে তৌসিফ মাহবুব, সাফা কবির। রাত ১১টা ৫ মিনিটে দেখানো হবে শফিকুর রহমান শান্তনুর রচনা ও অলক হাসান পরিচালিত নাটক ‘থানা থেকে আসছি’। অভিনয়ে ফারহান আহমেদ জোভান, সাফা কবির, রাশেদ মামুন অপু।

আরটিভি

বিকেল ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে মাসুদ আল জাবের পরিচালিত নাটক ‘একটি শিউলি’। অভিনয়ে ইরফান সাজ্জাদ, সালহা খানম নাদিয়া। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রয়েছে মাবরুর রশিদ বান্নাহর নাটক ‘মায়া’। অভিনয়ে তাহসান খান, মারিয়া নূর। রাত ৮টা ৩০ মিনিটে থাকছে বৃন্দাবন দাসের রচনা ও সকাল আহমেদের পরিচালনায় নাটক ‘ভাড়ুয়া’। অভিনয়ে চঞ্চল চৌধুরী, সারিকা সাবরিন। রাত ১০টায় দেখানো হবে স্বরূপ চন্দ্র দে’র রচনা ও সঞ্জয় সমদ্দারের পরিচালনায় নাটক ‘নামকরণ’। অভিনয়ে আফরান নিশো, মেহজাবিন চৌধুরী। রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে সাজিন আহমেদ বাবুর নাটক ‘ইঁদুর বিড়াল’। অভিনয়ে সালাহউদ্দিন লাভলু, নুসরাত ইমরোজ তিশা। রাত ১১টা ৫৫ মিনিটে রয়েছে সজীব মাহমুদ পরিচালিত নাটক ‘লেকু দ্য বস’। অভিনয়ে সায়েদ জামান শাওন, ফারিয়া শাহরিন।

বৈশাখী টিভি

রাত ৮টা ১০ মিনিটে থাকছে ফরিদুল হাসান পরিচালিত নাটক ‘ফরেন লাভ’। অভিনয়ে সৈয়দ জামান শাওন, স্প্যানিশ অভিনেত্রী ডায়ানা।

দেশ টিভি

রাত ৭টা ৪৫ মিনিটে দেখানো হবে সুমন আনোয়ারের নাটক ‘লাইলি মজনুর ঈদ’। অভিনয়ে আহসান হাবিব নাসিম, মৌসুমী হামিদ, শামীমা তুষ্টি।

মাছরাঙা টেলিভিশন

সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচার হবে মিজানুর রহমান বেলালের রচনা ও চয়নিকা চৌধুরীর পরিচালনায় টেলিছবি ‘শুভকামনা’। অভিনয়ে এফএস নাঈম, মৌসুমী মৌ, রওনক হাসান। রাত ৯টায় রয়েছে রাসেল আজমের রচনা ও মিতুল খানের পরিচালনায় নাটক ‘অস্থির প্রেম’। অভিনয়ে তৌসিফ মাহবুব, সালহা খানম নাদিয়া।

দীপ্ত টিভি

বিকাল ৪টা ৩০ মিনিটে দেখানো হবে টেলিছবি ‘চড়ের মাস্টার’। অভিনয়ে সাফা কবির, খায়রুল বাসার। সন্ধ্যা ৭টায় প্রচার হবে পনির খান পরিচালিত নাটক ‘হয়তো তোমার জন্য’। অভিনয়ে তৌসিফ মাহবুব, সাফা কবির। রাত ৮টায় রয়েছে রুবেল হাসান পরিচালিত নাটক ‘ব্যাকফায়ার’। অভিনয়ে নুসরাত ইমরোজ তিশা, ফারহান আহমেদ জোভান। রাত ১১টা ১০ মিনিটে থাকছে ইয়াছির আরাফাত পরিচালিত নাটক ‘চান্স’। অভিনয়ে তৌসিফ মাহবুব, সারিকা সাবাহ।

নাগরিক টিভি

রাত ৯টায় থাকছে নাটক ‘বিয়ে হবে কি’। অভিনয়ে ইরফান সাজ্জাদ, তানজিন তিশা।

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন