বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

একের পর এক নিখোঁজ হতে থাকে নিশ্চিন্তপুরের মানুষ!

আপডেট : ০৮ জুন ২০২১, ১৭:৪৩

‘নিশ্চিন্তপুর নামক একটি শহর। শান্ত নিরিবিলি ওই শহরে হঠাৎ একদিন কোথা থেকে এক বুড়ো এসে হাজির হয়। শহরের একপ্রান্তে রাতারাতি একটা বইয়ের দোকান খুলে বসে সে। এরপর থেকেই একের পর নিখোঁজ হতে থাকে শহরের মানুষ। রহস্য সমাধানে নামে মামা-ভাগ্নের গোয়েন্দা দল।’ এমন গল্পে এগোবে নতুন ধারাবাহিক নাটক ‘অদ্ভুতুড়ে বইঘর’।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজমীর আহমেদ মাসুম, নাজিয়া রিজভী সুবাহা, ধ্রুপদী দাস রঙ, রূপকথা বড়ুয়া, জাওয়াদ মাহরুশ জাবির, আয়মান আহনাফ আজান, আশীষ খন্দকার, এস এম মহসিন, হিন্দোল রায়, মো. আমিরুল ইসলাম, হারুনুর রশিদ, রাজীব সালেহীন, ইকবাল হোসেন, সূচনা সিকদার প্রমুখ।

নির্মাতার ভাষ্য, ‘শিশু-কিশোরদের জন্য এটি দারুণ একটি গল্প। পুরো গল্পটি রোমাঞ্চে ভরপুর। নাটকেও সেটি সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। নাটকটি দর্শকদের মনে স্থান করে নেবে বলে আমার বিশ্বাস।’

‘অদ্ভুতুড়ে বইঘর’ নাটকটি রচনা করেছেন শরীফুল হাসান, পরিচালনায় গোলাম সোহরাব দোদুল। দুরন্ত টেলিভিশনে আগামী ১০ জুন (বৃহস্পতিবার) থেকে প্রতিদিন দুপর ২টা ৩০ ও রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে নাটকটি।

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন