বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শ্বাসকষ্ট নিয়ে আইসিইউতে ভর্তি সমরেশ মজুমদার

আপডেট : ১২ জুন ২০২১, ১৩:২০

শ্বাসনালী ও ফুসফুসের সংক্রমণের কারণে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে জনপ্রিয় সাহিত্যিক সমরেশ মজুমদারকে। তিনি বর্তমানে ভারতের কলকাতার বাইপাসে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। খবর প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা অনলাইন।

হাসপাতাল সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ভালো খবর হচ্ছে তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। সার্বিক তত্ত্বাবধানের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি মেডিকেল বোর্ড গঠণ করা হয়েছে। তারাই প্রতি মুহূর্তে সাহিত্যিকের দেখভালো করছেন।

জানা গেছে, সমরেশ মজুমদারের শ্বাসনালীতে সংক্রমণ থাকায় প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছিল। হাসপাতালে ভর্তির পর বুকের এক্স-রে, সিটি স্ক্যান ও করোনা পরীক্ষা করা হয়। তবে তিনি করোনায় আক্রান্ত হননি।

পরিবার সূত্রে খবর, ৭৯ বছর বয়সী এই সাহিত্যিকের গতকাল শুক্রবার সকাল থেকেই শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল। ক্রমশ তা বাড়তে থাকলে কোনো ঝুঁকি না নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

ইত্তেফাক/টিএ

এ সম্পর্কিত আরও পড়ুন