শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দুই দেশে দুইজন, তবুও হলো জামাইষষ্ঠী

আপডেট : ১৭ জুন ২০২১, ০৬:১৮

করোনা কারণে বন্ধ বাংলাদেশ-ভারত সীমান্ত। তিন মাস ধরে দুই দেশে সৃজিত মুখার্জি ও রাফিয়াত রশিদ মিথিলা। দুজন দুই শহরে থেকেও জমিয়ে জামাইষষ্ঠী পালন করলেন সৃজিত। বহু পদের ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কলকাতা বাংলা ছবির পরিচালক।

সৃজিত-মিথিলার যোগাযোগের মাধ্যম এখন টেকনোলজি, কথাবার্তা চলছে অনলাইনে। কিন্তু আজকের এই বিশেষ দিনে সৃজিতকে জামাই-আদর খাওয়ার সুযোগ করে দিল কে? আসলে মিথিলার পরিবারের হয়ে সৃজিতের জন্য এলাহি খানাপিনার আয়োজনের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন বন্ধু শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়। সশরীরে না হলেও ভার্চুয়ালি সৃজিতের এই জামাইষষ্ঠীর উত্সবে শামিল হন মিথিলা।

 

Knowing that due to the closed Bangladesh border we and our families are painfully away from each other for over 3...

Posted by Srijit Mukherji on Wednesday, June 16, 2021

ভিডিও কলে সৃজিত, মিথিলা ও শুভঙ্করের তিন মাথা এক হলো, চললো জমিয়ে আড্ডা আর খাওয়া দাওয়া। 

সৃজিতের কথায়, এক দিনের জন্য শুভঙ্কর ‘মিথিলার বাবা’! সুতরাং জামাইষষ্ঠীর দিন নতুন শ্বশুর খুঁজে পেলেন সৃজিত মুখোপাধ্যায়।

সৃজিত-মিথিলা

ছবিতে দেখা যাচ্ছে, এদিন কবজি ডুবিয়ে সৃজিত খেয়েছেন ফ্রাইড রাইস, ডাল মাখানি, ফিস ফিঙার, মাংস, চাটনি। আর মিষ্টি মুখের জন্য ছিল ক্ষীর, পাটিসাপটা। এত্তো খাবার একা খেতে পারলেন সৃজিত? কৌতহলী অনুরাগীর মনের প্রশ্নের সোজা জবাব দিয়েছেন পরিচালক। জানান, চেষ্টা থাকলে কী না সম্ভব!

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন