বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হাবিবের ৬ ভক্তের লেখা গানে চমক ন্যানসি

আপডেট : ২৯ জুলাই ২০২১, ১০:০২

সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ৫ জুলাই তার ফেসবুক পেজে লিখেছিলেন ‌‘বৃষ্টি যদি আর না থামে আজ’। বাকিটা লিখতে বলেন অন্যদের। ভক্তদের দেওয়া একের পর এক বাক্য দিয়ে পুরো একটি গান তৈরি করেছেন হাবিব। গানটি হচ্ছে ডুয়েট। আর এতেও রয়েছে চমক। ব্যতিক্রমী এই গানে চমক হিসেবে  নাজমুন মুনিরা ন্যানসি। বুধবার রাতে হয়েছে ‌‘বৃষ্টি যদি আর না থামে আজ’ গানের রেকর্ড। গানটি রেকর্ড করার পর ভিডিও বার্তা নিয়ে হাজির হন হাবিব ও ন্যানসি।

এসময় হাবিব জানান, ‘আজ আমি অনেক উচ্ছ্বসিত। কারণ, আজ আমি এমন একটি গানের ঘোষণা করতে যাচ্ছি যে গান নির্মাণ করার প্রক্রিয়াটি ছিলো আমার জন্য একদম নতুন ও আলাদা অভিজ্ঞতা। সব থেকে বড় কথা ৫ জুলাই আমার সেই পোস্টে এতো এতো লাইন লিখেছেন যে আমি সত্যিই আশ্চর্য হয়েছি। আমার কল্পনাতেও ছিলো না যে আমার দর্শক-শ্রেতাদের মধ্যে থেকে এতো ভালো কিছু লাইন আমি পাবো। আমি যদি পারতাম তাহলে অনেকের লেখা আমি সিলেক্ট করতাম, কিন্তু একটা গানের জন্য আমি পোস্টটি করি তাই কয়েকজনের লেখা নিতে হয়েছে। গানটি প্রায় শেষের পথে।’

যাদের লেখা লাইন নিয়ে ‌‘বৃষ্টি যদি আর না থামে আজ’ শিরোনামের গানটি নির্মাণ করা হয়েছে সে ৬ জনের নামও ঘোষণা করেন হাবিব। তারা হলেন- ইবরিয়াদ হাসান পুলক, ক্যাথরিন ক্যাথি, জাহিদ হাসান রাকিব, মুকুল চন্দ্র রায়, জুফিয়ান খান ও সাদাত হোসাইন।

হাবিবের কথায়, ‘গানটির লাইনগুলো পাওয়ার পর আমার কাছে মনে হলো গানটি ডুয়েট হলেই ভালো হতো। তাই চমক হিসেবে ন্যানসি রাখা। আশাকরি আগামী দুই দিনের মধ্যে গানটি প্রকাশ করা হবে।’

নাজমুন মুনিরা ন্যানসি বলেন, ‘আমার কাছে মনে হয়েছে এটা খুবই ইউনিক একটা আইডিয়া। এমন হয়েছে যে একটা গান দুইজন লিখেছে। কিন্তু একটা গান ৬ জন ৬ প্রান্ত থেকে লিখেছে এমনটা কখনোই হয়নি। এরকম একটা প্রজেক্টের অংশ হওয়াটা আমার কাছে অনেক সন্মানের। হাবিব ভাই এবং আমি মিলে গানটি গাওয়ার পরে সত্যি ভালো কিছু হবে।’

ইত্তেফাক/বিএএফ
 

এ সম্পর্কিত আরও পড়ুন