মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গুলশানের হলি আর্টিজান নিয়ে বলিউডে সিনেমা

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ২২:০৭

ঢাকার গুলশানের হলি আর্টিজানে মর্মান্তিক হামলার ঘটনা নিয়ে ‘ফারাজ’ নামে বলিউডে সিনেমা নির্মিত হতে যাচ্ছে। তথ্যটি জানিয়েছে ভারতের অন্যতম বড় প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজ। এ নিয়ে ইন্সটাগ্রামে পোস্ট করেছেন কারিনা কাপুর খান, তাপসী পান্নুসহ বলিউডের শীর্ষস্থানীয় অভিনেতা-অভিনেত্রীরা।

সিনেমাটির মাধ্যমে নায়ক হিসেবে বলিউডে অভিষেক হতে যাচ্ছে কারিনা কাপুর খানের চাচাতো ভাই জাহান কাপুরের। এটি পরিচালনা করছেন 'স্ক্যাম ১৯৯২: দ্য হারশাদ মেহতা স্টোরি' খ্যাত নির্মাতা হানসাল মেহতা। প্রযোজনায় আছেন নির্মাতা অনুভব সিনহা ও টি-সিরিজ।

২০১৬ সালের ১ জুলাই হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনা ঘটে। হামলায় নিহত ২০ বছর বয়সী বাংলাদেশি তরুণ ফারাজ আহমেদের নামেই সিনেমার নামকরণ করা হয়েছে। ফারাজ যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় এমরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। গ্রীষ্মকালীন ছুটি কাটাতে দেশে এসেছিলেন।

৩০ সেকেন্ডের এনিমেটেড ফার্স্ট লুকে হামলার ভয়াবহতার একঝলক দেখা গিয়েছে। টি-সিরিজ জানিয়েছে, ২০১৬ সালের জুলাইয়ে ঘটে যাওয়া বাংলাদেশের জঙ্গি হামলার ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটি পরিচালনা করছেন হানসাল মেহতা।

ইন্সটাগ্রাম পোস্টে কারিনা কাপুর খান লিখেছেন, রাত যখন অন্ধকার হয়, বিশ্বাস সবচেয়ে উজ্জ্বল হয়! বাংলাদেশের ৭/১৬ হামলার উপর নির্মিত চলচ্চিত্র ফারাজের ফাষ্টলুক। এটি একজন বীরের (ফারাজ) অবিশ্বাস্য সত্য কাহিনী, যা মানবতার প্রতি আপনার বিশ্বাস পুনরুদ্ধার করবে!

ইত্তেফাক/টিএ

এ সম্পর্কিত আরও পড়ুন