শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

লতা মঙ্গেশকরের ৯২ তম জন্মদিনে অভিনব উপহার

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৪:৩০

আজ ২৮ সেপ্টেম্বর সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের জন্মদিন। ৯২ বছরে পা রাখলেন স্বনামধন্য গায়িকা। গতকাল রাত ১২ টার পর থেকেই শুভেচ্ছায় ভরে গিয়েছে সামাজিক গণমাধ্যমের পাতা। ভারতের প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সকলেই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

Lata Mangeshkar Birthday Special: The Legendary Singer Speaks About The  People Who Influenced Her Life

লতার জন্মদিন উপলক্ষে অভিনব উদ্যোগ নিলেন সুরকার-কবি গুলজার ও পরিচালক বিশাল ভরদ্বাজ। ১৯৯৬ সালের লেখা বিশাল ভরদ্বাজের সুর দেওয়া ‘ঠিক নহি লাগতা’ নামক এক গান তৈরি হয়েছিল। গেয়েছিল লতা মঙ্গেশকরই, কিন্তু সেই গান মুক্তি পায়নি। আজ ২৮ শে সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে সেই গান। লতা মঙ্গেশকরের জন্মদিনে এই বিশেষ উপহার তার ভক্তদের জন্য বাড়তি পাওনা।

৭ দশকেরও বেশি সময় ধরে গান গেয়েছেন তিনি। ১০০০টিরও বেশ ছবিতে রয়েছে তার কণ্ঠের গান, ২৫০০০-এর বেশি রয়েছে গান, এখানেই চমক শেষ নয়, ৩৫টিরও বেশি ভাষায় গান গেয়ে সকলের মন জয় করেছেন তিনি।

ইত্তেফাক/এফএস

এ সম্পর্কিত আরও পড়ুন