মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শাহরুখের বাড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর কর্মকর্তারা

আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১৫:০৮

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বাড়িতে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) কর্মকর্তারা। ধারণা করা হচ্ছে শাহরুখ পুত্র আরিয়ান খানের মাদক মামলায় বেশ কিছু কাগজপত্র নিয়ে সেখানে প্রবেশ করেছেন তারা। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

এনসিবি কর্মকর্তারা জানান, কোনো তল্লাশি করতে সেখানে যাননি তারা। মামলার কাগজপত্রের কাজে সেখানে গিয়েছেন কর্মকর্তারা।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে যে, আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) স্থানীয় সময় দুপুরে শাহরুখের বাড়ি মান্নাতের মূল ফটকের সামনে এনসিবি কর্মকর্তাদের লক্ষ করা গেছে। এসময় তাদের হাতে বেশ কিছু নথিপত্রও ছিল।

Aryan Khan drugs case: NCB at Ananya Panday's residence, Shah Rukh Khan's  Mannat | Cities News,The Indian Express

এদিকে, বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে কারাগারে ছেলেকে দেখতে গিয়েছেন ‘কিং খান’। আরিয়ান গ্রেফতার হওয়ার পর এই প্রথম প্রকাশ্যে এলেন এই অভিনেতা।

জানা যায়, কড়া নিরাপত্তার মধ্যে কারাগারে এসেছিলেন শাহরুখ। পরনে ছিল সাধারণ পোশাক, মুখে মাস্ক এবং চোখে সানগ্লাস। ছেলের সঙ্গে ১৫ মিনিটের মতো ছিলেন। এরপর গাড়িতে উঠে চলে যান।

গত ২ অক্টোবর রাতে বিলাসবহুল প্রমোদতরী থেকে আরিয়ানসহ ৮ জনকে আটক করে এনসিবি। কয়েক ঘণ্টা জেরার পর তাদের গ্রেফতার করা হয়। এরপর গত ৭ অক্টোবর থেকে কারাবন্দি অবস্থায় রয়েছেন শাহরুখ পুত্র।

ইত্তেফাক/টিআর

এ সম্পর্কিত আরও পড়ুন