শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘যাকে আমি কখনো দেখেনি তার সঙ্গেই ঘনিষ্ঠ হতে হয়’

আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ১৯:৩২

বলিউডে ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং পদ্ধতি নিয়ে বিস্তর অভিযোগ আছে। অভিনেত্রীরা এ বিষয়ে প্রায় অভিযোগ করেন। এবার বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী কালকি কোয়েচলিন। প্রশ্ন তুললেন, বলিউডে অ্যাকশন সিনের কোরিওগ্রাফি হলে, ইন্টিমেট সিনে (রগরগে দৃশ্য) কেন কোরিওগ্রাফি হবে না?

ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ের সময় অভিজ্ঞতা নিয়ে অভিনেত্রী কালকি বলেন, এমন অভিনেতার সঙ্গে আমাকে ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং করতে হয়েছে, যার ঠোঁট কামড়ানোর আগে পর্যন্ত আমি তাকে চিনিতাম না। তার সঙ্গে আমার কোন পরিচয় ছিল না। অথচ তাই করতে হয়েছে। যাকে আমি কখনো দেখেনি তার সঙ্গেই ঘনিষ্ঠ হতে হয়েছে। এমন পরিস্থিতি তৈরি হলে অভিনয়স্বত্তা সঠিকভাবে পরিস্ফুট হতে পারবে না।

এরপরেই তিনি প্রশ্ন করেন, যখন আমরা একটা সিনেমায় মারপিটের দৃশ্য শুটিং করি, তখন তা কোরিওগ্রাফি করা হয়। কেউ ভুল করেও একটা অতিরিক্ত ঘুসি মারতে পারে না। কিন্তু ঘনিষ্ঠ দৃশ্যের ক্ষেত্রে তেমনটা কেন হয় না?

কোয়েচলিন একজন ফরাসি অভিনেত্রী। তিনি ভারতে বসবাস করেন। তাই তার বলিউডেও পথচলা। অন্যধারার ছবি করার পাশাপাশি, স্বতঃস্ফূর্তভাবে মনের ভাব প্রকাশের জন্যও বলিউডে বেশ আলোচিত তিনি। 

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন