বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভারতের সেরা অভিনেত্রীর শিরোপা পেলেন কঙ্গনা রানাওয়াত

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১২:৪৩

ভারতের সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন কঙ্গনা রানাওয়াত। চতুর্থ বারের জন‍্য জাতীয় পুরস্কার পেলেন কঙ্গনা রানাওয়াত। এবারে ‘মণিকর্ণিকা’ এবং ‘পাঙ্গা’ ছবির জন‍্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পেলেন কঙ্গনা। 

kangana ranaut: 67th National Film Awards: Kangana Ranaut dedicates 'Best  Actress' award to her crew - The Economic Times Video | ET Now

২৫ অক্টোবর নয়াদিল্লির বিজ্ঞান ভবনে ৬৭তম জাতীয় পুরস্কারের আসর বসেছিল। উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু বিজয়ীদের হাতে পুরস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। 
অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত পেয়েছেন ‘মণিকর্ণিকা’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার। এর আগে ‘ফ্যাশন’, ‘তনু ওয়েডস মনু রিটার্ন’ ও ‘কুইন’ ছবির জন্যও জাতীয় পুরস্কার পেয়েছেন কঙ্গনা।

Kangana Ranaut on award shows: Was refused an award as I got stuck in  traffic | Bollywood News – India TV

ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ-এর জীবনী নির্ভর ছবি ‘মণিকর্ণিকা’। ছবিতে ঝাঁসির রানির ভূমিকায় অভিনয় করেন কঙ্গনা। ছবির সম্পর্কে কথা বলতে গিয়ে কঙ্গনা বলেছিলেন, ঝাঁসির রানি দেশের গর্ব। ছবিতে লক্ষ্মীবাঈয়ের অপরিসীম শক্তি, সাহস ও রাজনৈতিক বুদ্ধির কথা তুলে ধরা হয়েছে। 

তবে কঙ্গনার মতোই তার মণিকর্নিকা সিনেমা ঘিরেও বেশ বিতর্ক দানা বেঁধেছিল। প্রথমেই পরিচালক কৃষ মাঝপথে সরে যান। এরপর কঙ্গনা সিনেমার পরিচালনার ভার নিজের কাঁধে তুলে নেন। এরপর সোনু সুদও মাঝপথে সিনেমা ছেড়ে চলে যান।

ইত্তেফাক/এফএস

এ সম্পর্কিত আরও পড়ুন