শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পাকিস্তানি তারকাদের শান্তির বার্তা, হামলায় খুশি ভারতীয়রা

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:০৮

সীমান্ত রেখা অতিক্রম করে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে বোমা হামলা করেছে ভারতীয় বিমানবাহিনী। এই হামলায় ‘প্রায় ৩০০ সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত।

এদিকে ভারতীয় বিমানবাহিনীর এই হামলাকে স্বাগত জানিয়েছে দেশটির তারকারা। এই হামলার পক্ষে কথা বলেছেন বলিউড থেকে শুরু করে দেশটির ক্রিকেটার, দক্ষিণী তারকারাও। 

বুধবার পাকিস্তান দাবি করেছে, তারা জম্মু-কাশ্মীরে ভারতের দুটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। এর মধ্যে একটি ফাইটার পড়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে। অন্যটি ভারতীয় অংশে বিধ্বস্ত হয়েছে।

এই যখন অবস্থা, তখন শান্তির বার্তা নিয়ে হাজির হয়েছেন পাকিস্তানের দুই নায়িকা মাহিরা খান ও মাওরা হোকানে। তারা আশা করছেন, মানুষের কাণ্ডজ্ঞান জাগবে। যুদ্ধকে সমর্থন করা থেকে বিরত থাকবে।

অভিনেত্রী মাহিরা খান টুইটারে লিখেন, ‘যুদ্ধকে সমর্থন করার মতো নোংরামি আর কিছুই হতে পারে না। যুদ্ধের জন্য উল্লাস করার চেয়ে নোংরামি, মূর্খতা আর কি হতে পারে? পাকিস্তান জিন্দাবাদ।’

বলিউডে ‘সনম তেরি কসম’-এ অভিনয় করে বিখ্যাত হওয়া পাকিস্তানের নায়িকা মাওরা হোকানে লিখেন, ‘শান্তির জন্য সর্বদা প্রার্থনা করে চলেছি!’

পাকিস্তানের অভিনেতা ফাওহাদ মুস্তাফা লিখেছেন, ‘কে ঠিক, কে ভুল, তা কখনও যুদ্ধ ঠিক করে দিতে পারে না। সকলে বলুন, যুদ্ধ চাই না।’ 

ভারতীয় তারকা। ছবি: সংগৃহীত

এদিকে হামলার ঘটনায় ভারতীয় বিমানবাহিনীর প্রশংসা করেছেন দেশটির তারকারা। অক্ষয় কুমার টুইটার লিখেছেন, ‘ভেতরে ঢুকে গিয়ে মারো।’

আরো পড়ুন: পাকিস্তানে আটক ভারতীয় পাইলটের ভিডিও ভাইরাল!

আরও টুইট করেছেন সোনাক্ষী সিনহা, অজয় দেবগন, অনুপম খের, স্বরা ভাস্কর, পরেশ রাওয়াল, মল্লিকা শেরাওয়াত, অভিষেক বচ্চন, কৈলাশ খের, শ্রুতি শেঠ, আথিয়া শেঠি, বিবেক ওবেরয়,  তুষার কাপুর, রাভিনা ট্যান্ডন, সেলিনা জেটলি, সঞ্জয় দত্ত প্রমুখ। 

পিছিয়ে নেই দক্ষিণ ভারতের তারকারাও। বিমানবাহিনীকে ওই হামলার জন্য স্বাগত জানিয়ে টুইট করেছেন রজনীকান্ত, কমল হাসান, রাজমৌলি, মহেশ বাবু, কল্যাণরাম নন্দমুরি, তামান্না ভাটিয়া, কাজল আগরওয়াল, সুন্দরীয়া রজনীকান্ত, বরুণ তেজ কনিডেলা প্রমুখ।

সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার শচীন টেন্ডুলকার এই হামলার পর একটি টুইট করেন। তিনি লেখেন, ‘আমাদের ভদ্রতাকে কখনোই দুর্বলতা মনে করা উচিত নয়। ভারতীয় বিমানবাহিনীকে স্যালুট। জয় হিন্দ।’

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন