বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

তৃণমূলের হয়ে লড়ছেন নুসরাত, উচ্ছ্বসিত বসিরহাটবাসী

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ১৬:২৩

অনেকদিন হলো জল্পনা চলছে। শুধু মমতা ব্যানার্জির ঘোষণার অপেক্ষায় ছিলো বসিরহাটবাসী। নুসরাত জাহানের নাম প্রার্থী হিসেবে ঘোষণার পরই তৃণমূল কর্মীদের মধ্যে প্রবল উচ্ছ্বাস। তৃণমূলের সর্বস্তরের কর্মী-সমর্থকেরা এই রকম একটি সেলেব্রিটি–‌মুখ চাইছিলেন। বসিরহাটের তৃণমূল কর্মীদের হতাশ করেননি মমতা।

তৃণমূলের বসিরহাট লোকসভা কেন্দ্রের আহ্বায়ক পিরোজ কামাল গাজি ওরফে বাবু মাস্টার বলেন, ‘‌নুসরাত চলচ্চিত্র–‌জগতের মানুষ এবং অরাজনৈতিক মুখ। এতে দলের কর্মীদের পছন্দ–‌অপছন্দের ব্যাপারটা আর থাকছে না‌।’‌

তিনি বলেন, ‘‌এবার বসিরহাট লোকসভা কেন্দ্রে ৯৫ হাজার নতুন ভোটার। সেই দিক থেকে নতুন প্রজন্মের ভোট তৃণমূলের পক্ষে আসবে‌।’‌

আরো পড়ুন: গ্রিল খুলে ঘুমন্ত মা-বাবার বিছানা থেকে শিশু চুরি, আটক ৪

বসিরহাট দক্ষিণের বিধায়ক, ফুটবলার দীপেন্দু বিশ্বাস বলেন, ‘‌বসিরহাটের মানুষ নুসরাত জাহানকে প্রার্থী করায় খুশি। বসিরহাটের উন্নয়ন আরো গতি পাবে‌। কর্মীরা প্রচারে নেমে পড়েছেন।’‌

তৃণমূল কংগ্রেসের টিকিটে বসিরহাট থেকে প্রার্থী হচ্ছেন নুসরাত জাহান, ‘এক কথায় আমি থ্রিলড! তবে আমার উপরে একটা বড় দায়িত্ব দেওয়া হয়েছে। রাজনীতির আঙিনায় এখন নারী শক্তির জয়জয়কার। তবে আমি মানুষের জন্য ভালো কিছু করতে চাই।’

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন