শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভারতীয় সিনেমা নিষিদ্ধ করে বিপাকে পাকিস্তান

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ১৬:৩৯

পুলওয়ামা হামলার পর পাকিস্তানে ভারতীয় বিমান হামলার প্রতিবাদে দেশজুড়ে বলিউডের সিনেমা প্রদর্শন নিষিদ্ধ করেছে পাকিস্তান। তবে বন্ধ হতে চলেছে পাক সিনেমা হলগুলো। বেকার বসে আছেন বলিউডে কাজ করেন এমন পাকিস্তানি শিল্পীরাও। বিবিসি।

এর আগেও উত্তেজনার প্রেক্ষিতে সিনেমার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলো পাকিস্তান কিন্তু দেখা গেছে এতে বেশি ক্ষতির শিকার হয় বিনোদনের জন্য বলিউড নির্ভর পাকিস্তানই।

পাকিস্তান জুড়ে বর্তমানে ১২০টি সিনেমা হল রয়েছে। যেগুলোতে একটি ভাল সিনেমা দুই সপ্তাহ ধরে চলে। কিন্তু পাকিস্তানের খুড়িয়ে চলা সিনেমা ইন্ডাস্ট্রি থেকে বছরে মুক্তি পায় মাত্র ১০/১৫ টি ছবি। এগুলোর বাজেট-মান কোনটাই ভাল নয়। অথচ ব্যবসা টিকিয়ে রাখতে দরকার কমপক্ষে ২৬টি ভাল চলচ্চিত্র।

পাকিস্তানি বিনোদন সাংবাদিক হাসান জাইদি বলেন, ‘পাকিস্তানি সিনেমা ব্যবসার ৭০ ভাগ আয় আসে ভারতীয় সিনেমার মাধ্যমে। বলিউড ছাড়া আমাদের ইন্ডাস্ট্রি টিকবে না। এই নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে বাধ্য হবে সরকার।’

পাকিস্তানের চলচ্চিত্র প্রতিবেদক রাফাহ মাহমুদ বলেন, পাকিস্তানে সিনেমা হল টিকিয়ে রাখতে ভারতীয় সিনেমার বিকল্প নেই।

অন্যদিকে পাকিস্তান বলিউডের ওপর নিষেধাজ্ঞা দেয়ার পর পাক শিল্পীদের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। এতে ক্ষতির শিকার হচ্ছেন পাকিস্তানি শিল্পীরা। যাদের মধ্যে আছেন ভারতীয় জনপ্রিয় নায়ক ফাওয়াদ খানসহ অনেকে।

পাকিস্তানের সিনেমাপ্রেমি আলি শিওয়ারি বলেন, ‘আমি বড় হয়েছি শাহরুখ খান, সালমান খান, আমির খানের সিনেমা দেখে। পাকিস্তানে তাদের মতো কেউ তৈরি হতে অনেক সময় লাগবে।’

আরও পড়ুনঃ নুরকে বুকে জড়িয়ে ধরলেন শোভন, এক সঙ্গে কাজ করার অঙ্গীকার

তবে পাকিস্তানি ছাত্রী আকসা খান বলেন, ‘তারা আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দিচ্ছে। আমরা কেন তাদের সিনেমা দেখবো?’

যদিও বাস্তবে দেখা যায়, বেশিরভাগ পাকিস্তানির ক্ষেত্রে ভারতীয় সিনেমা দেখার আনন্দ ছাপিয়ে যায় দেশপ্রেমকেও।

ইত্তেফাক/টিএস