শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভারতীয় সিনেমাকে আরো একধাপ এগিয়ে নিতে চান দীপিকা

আপডেট : ২১ মার্চ ২০১৯, ২০:২৮

চলতি বছরের শুরুর দিকে মুম্বাই অ্যাকাডেমি অফ মুভিং ইমেজের (এমএমআই) চেয়ারপার্সন হিসেবে দীপিকা পাড়ুকোনের নাম ঘোষণা করা হয়। এরপর থেকে প্রতিষ্ঠানটির হয়ে বিভিন্ন কাজ করতে দেখা গিয়েছে এই অভিনেত্রীকে। মঙ্গলবার ২০১৯ সালের জি সিনে অ্যাওয়ার্ডে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন দীপিকা।

এ সময় দীপিকা বলেন, ‘ভারতীয় সিনেমা বিশ্ব স্বীকৃতি পাওয়ার একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। আমার মনে হয় এই দায়িত্বের জন্যে আমি হ্যাঁ বলেছিলাম। কারণ এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে তরুণদের যুক্ত হওয়াটা খুবই জরুরি। তরুণরাই ভবিষ্যৎ যাদের হাত ধরে সিনেমায় নতুন সূর্য উদিত হবে।’

আরো পড়ুন: পাসপোর্ট ভেরিফিকেশনে বিচারপতির বাসায় গিয়ে ঘুষ দাবি, কারাগারে এএসআই

তিনি আরো বলেন, ‘আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি কোন পথে এগিয়ে যাবে তার দায় কিন্তু আমাদের সকলেরই। তাই যখন আমি বোর্ডের এই পদে আসীন হয়েছি সেই সিদ্ধান্তটা আমাকে যথেষ্ট ভেবেচিন্তে নিতে হয়েছিল। সম্প্রতি আমি একটি লেখা পড়লাম যেখানে বলা হয়েছে, ‘আমি নাকি আমার স্ট্যাটাস বা পজিশনের জন্য এই পদে বসতে পেরেছি। সত্যি বলতে কি, সেটা নয়?’

তিনি বলেন, ‘আমার এই নিয়োগে যদি ভারতের সিনেমা অ্যাকাডেমির কোনও উপকার হয়, তাহলে হোক না! কারণ আমার মনে হয় ভারতীয় সিনেমা বিশ্বের দরবারে স্বীকৃতি পাওয়ার একেবারে দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। আরো অনেক কিছু হতে চলেছে বলেই আমাদের আশা। আমরা এই পুরো বিষয়টাকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবো।’

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন