শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

একটানা ১২৬ ঘণ্টা নেচে বিশ্ব রেকর্ড কিশোরীর

আপডেট : ০৫ মে ২০১৯, ১৬:৩৬

একটানা ১২৬ ঘণ্টা নেচে বিশ্ব রেকর্ড গড়লেন এক তরুণী। সেই সঙ্গে নাম লেখালেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের খাতায়। ১৮ বছর বয়সী এই তরুণীর নাম বন্দনা। তিনি নেপালের পূর্বাঞ্চলীয় জেলা ধানকুটার বাসিন্দা।

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের ‘লংগেস্ট ড্যান্সিং ম্যারাথন বাই অ্যান ইনডিভিজুয়াল’ ক্যাটাগরিতে বিশ্ব রেকর্ড করেছেন তিনি।

গত শুক্রবার বন্দনা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেয়েছেন বলে নিশ্চিত করেছে সংবাদ সংস্থা পিটিআই। এরপর নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি শনিবার কাঠমান্ডুতে তার সরকারি বাসভবনে বন্দনাকে পুরস্কৃত করেন।

আরও পড়ুন: নারীসহ চারজনের পেটে সাড়ে ৬ হাজার ইয়াবা

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৮ সালের ২৩ থেকে ২৮ নভেম্বর নেপালের রাজধানী কাঠমান্ডুতে একটানা ১২৬ ঘণ্টা নেচে ব্যক্তিগত ম্যারাথন নাচের নতুন রেকর্ডটি গড়েন বন্দনা।

এর আগে টানা ১২৩ ঘণ্টা ১৫ মিনিট নেচে বিশ্ব রেকর্ড গড়েছিলেন কেরালার ড্যান্স কুইন কালামান্দালাম হেমলতা। ২০১১ সালে এই রেকর্ড গড়েন তিনি। এরপর থেকেই এত দিন তার দখলেই ছিল এই রেকর্ড। সবশেষ ১২৬ ঘণ্টা নেচে এই রেকর্ড ভাঙেন নেপালের বন্দনা।

অনেকে মনে করছেন এই রেকর্ড ভাঙা সহজ হবে না। নতুন করে আরকটি রেকর্ড গড়তে কমপক্ষে ১২৬ ঘণ্টা এক মিনিট নাচতে হবে।

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন