শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আবারও ক্রিকেট নিয়ে আসিফের গান

আপডেট : ২২ মে ২০১৯, ১৭:৩৫

২০০৪ সালে বাংলাদেশ ক্রিকেট দলকে শুভকামনা জানিয়ে ‘সাবাস বাংলাদেশ’ শিরোনামের একটি গান করেছিলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। তখন গানটি ব্যাপক সাড়া ফেলেছিলো। ২০১৯ সালের বিশ্বকাপে টাইগারদের শুভকামনা জানিয়ে আবারও নতুন গান করছেন তিনি। ২৫ মে গানটি প্রকাশিত হবে চিয়ার আপের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।

‘প্রাণে প্রাণে আওয়াজ তোল’ শিরোনামের গানটিতে আসিফের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন সঙ্গীতশিল্পী পূজা ও ঐশ্বর্য্য। স্নেহাশীষ ঘোষের কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন এমএমপি রনি। সম্প্রতি গানটির ভিডিওর শুটিং সম্পন্ন হয়েছে, নির্দেশনা দিয়েছেন মাহমুদ মাহিন।

আরও পড়ুন: ‘ব্রিজটি নিচু দেখা গেলেও আসলে নিচু নয়’

আসিফ জানান, ‘প্রায় ১৫ বছর পর জাতীয় ক্রিকেট দলকে নিয়ে নতুন গান করলাম আবার। মানুষের মধ্যে ক্রিকেটীয় উন্মাদনা আনার জন্য যা যা প্রয়োজন তা এই গানের কথা, সুর ও সঙ্গীতায়োজনে আছে। গানটি প্রকাশের পর তা সবার ভালো লাগবে বলেই বিশ্বাস আমার।’

আসিফের মতো গানটি নিয়ে আশাবাদী বাকি দুই কণ্ঠশিল্পী পূজা ও ঐশ্বর্য্য।

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন