বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

৯ বছর পর পদ্মশ্রী পুরস্কার ফেরত দিতে চাইলেন সাইফ

আপডেট : ২০ জুন ২০১৯, ১৬:২২

২০১০ সালে ভারতের চতুর্থ সর্বোচ্চ সম্মান পেয়েছিলেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। কিন্তু ৯ বছর পর সেই পুরস্কারই ফেরাতে চাইলেন এই অভিনেতা। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এমনটাই বলেছেন সাইফ।

সম্প্রতি এক রেডিও সাক্ষাৎকারে পদ্মশ্রী নিয়ে প্রশ্ন উঠতেই তাৎক্ষণিক জবাব দিয়েছেন সাইফ আলি খান। তিনি বলেন, ‘পদ্মশ্রী ফিরিয়ে দিতে চাই আমি।’

আরও পড়ুন: বাংলাদেশ দলে দুটি পরিবর্তন

সম্প্রতি আরবাজ খানের চ্যাট শো পিনচে হাজির হয়েছিলেন সাইফ। সেখানে অভিনয় জীবন নিয়ে কথা উঠতেই তিনি স্পষ্ট জানালেন পদ্মশ্রী ফিরিয়ে দেওয়ার কথা।

সাইফ বলেন, ‘আমার পদ্মশ্রী পাওয়া নিয়ে সোশ্যাল নেটওয়ার্কে নানারকম কথা হয়। অনেকে তো লিখেছিলেন, যে ছেলের নাম রাখেন তৈমুর, যে কিনা রেস্তোরাঁয় মারপিট করে, সে কীভাবে পদ্মশ্রী পায়! আমার সেক্রেড গেমের অভিনয়ের কথা কেউ ভাবে না। তবে আমি মনে করি, আমার থেকে অনেক ভাল ভাল অভিনেতা রয়েছে, তারাই পদ্মশ্রীর যোগ্য।’

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন