বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

যে কারণে হানি সিংকে দেশ ছাড়তে বললেন মহিলা কমিশনের প্রধান!‌

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ২০:২৯

আবার বিতর্কে জড়ালেন র‌্যাপার হানি সিং। এবার গানের কথায় নারীদের সম্বন্ধে অবমাননাকর শব্দের ব্যবহার করায় তাকে দেশ ছেড়ে চলে যেতে পরামর্শ দিয়েছেন পাঞ্জাব মহিলা কমিশের চেয়ারপার্সন মনীশা গুলাটি।

শুক্রবার গুলাটি বলেছেন, ‘‌একদিকে অন্য দেশের মানু্ষ হরে রাম, হরে কৃষ্ণ গাইছেন আর হানি সিং গানের মধ্যে নিজেকে ধর্ষক বলে দাবি করছেন। যদি তিনি এসব না থামাতে পারেন তাহলে তার অন্য কোনও দেশে চলে যাওয়া উচিৎ। যেখানে এসবের অনুমতি আছে।’‌

গত ৩ জুলাই স্বতঃপ্রণোদিতভাবে পাঞ্জাবের ডিজি এবং সংগঠিত অপরাধ নিয়ন্ত্রক শাখার আইজি–কে চিঠি লিখে হানির বিরুদ্ধে পদক্ষেপ করতে আবেদন করেছিলেন গুলাটি। পুলিশকে গায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করতেও আবেদন করেন।  গুলাটির অভিযোগ, এরপরই সোশ্যাল মিডিয়ায় হানির অনুরাগীদের ট্রোলিং এর শিকার হন তিনি।

আরও পড়ুন: দৌলতপুরে পুত্রবধূর হাতে শাশুড়ি খুন

পাঞ্জাব পুলিশের ডিজি দিনকর গুপ্তা বলেছেন, পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। আইন লঙ্ঘিত হলে আইনি পদক্ষেপ দেওয়া হবে।

উল্লেখ্য, হানি সিং–এর নতুন গান ‘‌মাখনা’‌–র একটি লাইনে ‘‌আয়াম আ উইম্যানাইসার’‌ বা ‘‌আমি নারীপ্রেমী’‌ শব্দ নিয়েই আপত্তি তুলেছে মহিলা কমিশন।

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন