শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘হিরোকে জিরো বানানো সহজ না, উচ্চ আদালতে যাচ্ছি’

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ১৮:১৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন নিয়েছিলেন হিরো আলম। কিন্তু তার মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক প্রমাণ দেখাতে না পারায় তা বাতিল হয়।

পরে হিরো আলম প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন। সেখানেও তার আপিল নামঞ্জুর হয়। বৃহস্পতিবার নির্বাচন ভবনে ৪৩ নম্বর সিরিয়ালে হিরো আলমের প্রার্থিতা ফিরে পাওয়ার আবেদনের শুনানি হয়। শুনানি শেষে তার আপিল নামঞ্জুর করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন হিরো আলম। 

আরো পড়ুন: ভিকারুননিসার শিক্ষক হাসনা হেনা কারাগারে

এরপর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ক্ষোভ প্রকাশ করে হিরো আলম বলেন, ‘আমার মনোনয়নপত্র ষড়যন্ত্র করে বাতিল করা হয়েছে। আমি মনে করি, আমার মনোনয়নপত্রে কোনো ভুল ছিল না। নির্বাচন কমিশন আমার যে ভুল ধরেছে, তা নিয়ে আমি চ্যালেঞ্জ করতে পারি।’

তিনি আরো বলেন, ‘আমি ইসিতে আপিল করেছিলাম, এই আশায় যে, প্রার্থিতা ফিরে পাব। কিন্তু তা আর হলো না। তাই আমি এখনই উচ্চ আদালতে যাচ্ছি। দেখি সেখানে কি হয়। আশা করছি, সেখানে আমি আমার প্রার্থিতা ফিরে পাব।’

হিরো আলম বলেন, ‘হিরোকে জিরো বানানো এত সহজ নয়, এত সহজে আমি মাঠ ছেড়ে যাচ্ছি না।’

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন