বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নৌকায় ভোট চেয়ে অপু বিশ্বাসের বার্তা

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ২০:১৫

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট চাইলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বুধবার রাতে এক ভিডিও বার্তায় দেশের মানুষের কাছে তিনি এই আহ্বান জানান। 

নিজের ফেসবুক পেজে দেওয়া ওই ভিডিও বার্তায় অপু বিশ্বাস বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলাদেশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়বার যে স্বপ্ন দেখিয়েছিলেন, সেই ধারাবাহিকতায় তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে দেশ উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে; তারই ধারাবাহিকতা অব্যাহত রাখার লক্ষ্যে বিজয়ের এই মাসে তরুণ প্রজন্মের প্রতিনিধি হয়ে আমি মুক্তিযুদ্ধ ও নৌকার পক্ষে ভোট দিব। আপনি দিবেন তো?’

আরো পড়ুন: ভিকারুননিসার শিক্ষক হাসনা হেনা কারাগারে

৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগহণ। এর আগে ভারতের উদ্দেশ্যে উড়াল দিচ্ছেন অপু বিশ্বাস। হায়দ্রাবাদের বানজারা হিলসের প্রাসাদ ল্যাবে তিন দিনব্যাপী শুরু হচ্ছে ‘তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফ্যাস্টিভাল আয়না ২০১৮’। মূলত বাংলাদেশের সিনেমার শুভেচ্ছাদূত হয়ে এই ফ্যাস্টিভালে অংশগ্রহণ করতে যাচ্ছেন তিনি। 

এ ছাড়া অপু বিশ্বাস দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন। 

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন