বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নতুন উদ্যমে আর্ক

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ০১:৩৬

আর্ক ব্যান্ডদল তাদের একাধিকবার লাইনআপ পরিবর্তন করলেও দেশের প্রথিতযশা মিউজিশিয়ানদের নিয়েই আবার নতুন উদ্যমে শুরু করেছে। তবে এবারে কণ্ঠশিল্পী হাসান ও টিংকু আজিজুর রহমানের নেতৃত্বে নতুনভাবে ঢেলে সাজানো হচ্ছে ব্যান্ডদল আর্ক। আর নতুন লাইনআপে দেশসেরা মিউজিশিয়ানদেরই রাখছে তারা।

এ প্রসঙ্গে হাসান বলেন, ‘আমি সবসময় গান ও মিউজিকের ক্ষেত্রে খুবই চিন্তাশীল ছিলাম। কোনো বাজারি কাজ আমি ব্যক্তিগতভাবে যেমন করিনি, আমার ব্যান্ডেও করতে দিইনি। দীর্ঘদিন এই মিউজিক ইন্ডাস্ট্রির চড়াই-উত্রাই আমরা দেখেছি। কিন্তু আমি, টিংকু সবসময়ই এই দলটিকে একটি স্ট্যান্ডার্ডেই বয়ে নিয়ে গেছি। এবার নতুন লাইনআপে আমরা আগামী শোগুলোতেও স্টেজ সাউন্ডে কিছু চমক আনবো।’

ব্যান্ডের অন্যতম সদস্য দেশের প্রতিষ্ঠিত সংগীত পরিচালক টিংকু আজিজুর রহমান বলেন, ‘আর্ক ব্যান্ডে কখনো অ্যামেচার মিউজশিয়ানের জায়গা ছিল না। কারণ আমার মতে শীর্ষস্থানীয় ব্যান্ডদলগুলোর নিজস্ব একটি বৈশিষ্ট্য বজায় রেখেই পরীক্ষিত মিউজিশিয়ান দিয়ে দল পরিচালনা করা উচিত। সেই পরিকল্পনা অনুযায়ী এবারের নতুন লাইনআপটি দেশসেরা বলাই যায়।’

আর্কের বর্তমান লাইন আপ—ভোকাল:হাসান, কি-বোর্ড:টিংকু আজিজুর রহমান, বেস:বুনো, গিটার:এস আই সুমন, ড্রামস:জিমি। আগামী শীত মৌসুম থেকে শুরু করে সারাবছর এরই ভেতরে টানা কনসার্টের প্রস্তুতি নিচ্ছে দেশের শীর্ষ এই ব্যান্ডটি। 

ইত্তেফাক/এসআর 

এ সম্পর্কিত আরও পড়ুন