থিম সং ‘আমরা চাঁদপুরের এসএসসি নাইটি টু’
প্রকাশ : ১৭ অক্টোবর ২০১৯, ২৩:৫৭ | অনলাইন সংস্করণ
অনলাইন ডেস্ক

চাঁদপুর জেলার ১৯৯২ সালের এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে একটি রি-ইউনিয়ন হতে যাচ্ছে আগামী জানুয়ারিতে। চাঁদপুর স্টেডিয়ামে দিনব্যাপী হবে বন্ধুদের সেই মিলন মেলা। এই মিলন মেলাকে সামনে রেখে ‘থিম সং’ নির্মাণ করতে যাচ্ছেন নাট্যনির্মাতা আশফাকুর রহমান আশিক।
গানের কথা লিখেছেন ও সুর করেছেন বোরহান বিশ্বাস। ওয়াহেদ শাহীনের সঙ্গীতায়োজনে এতে কণ্ঠ দিয়েছেন ফিদেল ও বৃষ্টি। সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ডিংয়ের কাজ শেষ হয়েছে। এখন চলছে ভিডিও নির্মাণের প্রস্তুতি।
এ সম্পর্কে নির্মাতা আশিক বলেন, বন্ধুদের নিয়ে এমন একটি কাজ করতে পেরে আমি আনন্দিত। বড় ক্যানভাসে কাজটি করার ইচ্ছে আছে। আমরা যারা দেশে আছি শুধু তারাই নয়, বিদেশে অবস্থানরত বন্ধুদেরও আমরা গানে রাখতে চাই। সেভাবেই আলোচনা চলছে। আশা করি, ভালো কিছু হবে।
ইত্তেফাক/বিএএফ