শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হাসপাতালে সঙ্কটাপন্ন অবস্থায় হুমায়ূন সাধু

আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ০৫:২৪

দ্বিতীয়বারের মতো ব্রেন স্ট্রোক হয়েছে নির্মাতা ও অভিনেতা হুমায়ূন সাধুর। রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন তিনি। হাসপাতালটির নিউরোলজি বিভাগের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে তাকে। ভারতীয় চিকিৎসক কৃষ্ণা প্রভুর তত্ত্বাবধানে রয়েছেন। তাকে চিকিৎসক ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন। এ সময় শেষ হওয়ার আগে তারা কিছু জানাতে পারছেন না। তাই সেই সময় পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হচ্ছে। 

গত ২৯ সেপ্টেম্বর হুমায়ূন সাধুর প্রথম ব্রেন স্ট্রোক হয়। এরপর তাকে চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে ১৩ অক্টোবর রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তর করে চিকিত্সা দেওয়া হচ্ছিল। এরপর তাকে বিদেশে নিয়ে অস্ত্রোপচারেরও প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু ২০ অক্টোবর দিবাগত রাত ২টার দিকে হঠাত্ সাধুর দ্বিতীয় ব্রেন স্ট্রোক হয়। এরপরই তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্ট দেওয়া হয়।

উল্লেখ্য, অভিনয় দিয়ে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন, নাটক নির্মাণ করেও প্রশংসিত তিনি। ‘মেড ইন বাংলাদেশ’ সিনেমা দিয়ে অভিনয় জীবন শুরু হয় তার।

ইত্তেফাক/এএম

এ সম্পর্কিত আরও পড়ুন