বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘ঋত্বিক ঘটক পুরস্কার’ পাচ্ছেন চারজন

আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ০৬:৫৪

বাংলাদেশ ও ভারতের চার নির্মাতা ও চলচ্চিত্র গবেষক পাচ্ছেন ‘ঋত্বিক ঘটক অনারারি অ্যাওয়ার্ড’। মঞ্চ এবং চলচ্চিত্রে অবদানের জন্য সত্যজিত্ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের এই ফ্যাকাল্টি মেম্বাররা পাচ্ছেন পুরস্কার।

বাংলাদেশ থেকে পুরস্কার পেতে যাচ্ছেন ‘খাঁচা’ খ্যাত নির্মাতা আকরাম খান, চলচ্চিত্র সমালোচক ও মেঘমল্লার খ্যাত নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন এবং থিয়েটার অভিনেতা কাজী সাইয়িদ হোসেন দুলাল। কলকাতা থেকে পুরস্কার পাচ্ছেন শ্যামল কর্মকার।

আরো পড়ুন: যে ওয়েবসাইটগুলোতে ভাষা শেখা যায়

উল্লেখ্য, প্রতিবছরই নির্মাতা ঋত্বিক কুমার ঘটকের নামে পুরস্কার দেওয়া হয় সিনেমা ও থিয়েটারে বিশেষ ভূমিকা রাখা অভিনেতা-অভিনেত্রীদের।

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন