বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কালিয়াকৈরে অবৈধ করাতকল, উজাড় বনাঞ্চল

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩২

কালিয়াকৈরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যত্রতত্র গড়ে উঠছে অবৈধ করাতকল। এলাকার সংরক্ষিত বন থেকে গাছ কেটে এনে এসব করাতকলে বিক্রি করছে চোরাকারবারিরা। নিয়মিত কাঠ আসছে এবং তা চিরাইয়ের কাজ চলছে করাতকলে। বন উজাড় হওয়ার পেছনে এটাও অন্যতম কারণ বলে মনে করছেন স্থানীয়রা।

করাতকল চালানোর জন্য সরকারের বন বিভাগ থেকে লাইসেন্স নেওয়ার কথা থাকলেও স্থানীয় করাতকলের মালিকরা সে নিয়ম মানছেন না। সংশ্লিষ্ট বন কর্মকর্তাদের যোগসাজশে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি বনভূমির পাশে অবৈধভাবে একের পর এক গড়ে উঠছে অবৈধ করাতকল।

অনুসন্ধানে জানা যায়, উপজেলার কালিয়াকৈর রেঞ্জের অধীন বোয়ালী বিটে ২৫/৩০টি করাতকল রয়েছে। যার একটিরও লাইসেন্স নেই। সর্বশেষ চলতি সপ্তাহে উপজেলার বোয়ালী বিটের গোসাইবাড়ী এলাকায় সংরক্ষিত সরকারি বনভূমির কাছে অবৈধভাবে নতুন দুটি করাতকল গড়ে উঠেছে। নিয়মিত কাঠ চেরাই চলছে সেখানে।

এলাকার বাসিন্দারা জানান, এই এলাকায় অনেক আগে থেকেই প্রভাবশালীরা সরকারের সংরক্ষিত বনের পাশে করাতকল স্থাপন করেছেন। তাদের কোনো ধরনের কাগজপত্র না থাকলেও সংশ্লিষ্ট বনকর্মকর্তাদের সহযোগিতায় অবৈধভাবে করাতকল চালিয়ে যাচ্ছেন। অবৈধ করাতকলগুলোর বিরুদ্ধে সরকারের সংশ্লিষ্ট বিভাগ কোনো ধরনের ব্যবস্থা না নেওয়ায় একের পর এক গড়ে উঠছে অবৈধ করাতকল।

উজাড় হচ্ছে বনাঞ্চল। ভারসাম্য হারাচ্ছে পরিবেশ। লাইসেন্স ছাড়া নতুন করাতকল স্থাপনের বিষয়টি স্বীকার করে বোয়ালী বিট কর্মকর্তা মো. মাসুম বলেন, তিনিও চান অবৈধ করাতকল উচ্ছেদ ও নতুন করাতকল স্থাপন বন্ধ হোক। কিন্তু রাজনৈতিক চাপের কারণে তা সম্ভব হচ্ছে না। কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম হাওলাদার বলেন, এ ব্যাপারে দ্রুত অভিযান চালিয়ে অবৈধ করাতকল উচ্ছেদ ও মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রহণ করা হবে।

ইত্তেফাক/জেডএইচডি