শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সমকালীন

আমাদের পাখিরা কেমন আছে?

আপডেট : ২৫ মে ২০২১, ১১:৫৯

চারিদিকে চলছে প্রচণ্ড তাপদাহ। বৃষ্টি হচ্ছে না বললেই চলে। তাপদাহের ফলে নদী-নালা শুকিয়ে চৌচির। আমাদের মানুষের জীবন প্রায় ওষ্ঠাগত। তাহলে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষাকারী পাখিদের কী অবস্থা?

আগের মতো কাক আর চোখে পড়ছে না। আকাশের দিকে তাকালে কেমন যেন শূন্যতায় বুক ডুকরে ওঠে। এই আকাশে তো এক সময় কাক পাখিদের প্রচণ্ড আনাগোনা ছিল। তাহলে কি কাক আমাদের কথা ভুলে গেল?

শুধু কাক নয়, অন্যান্য পাখিও তেমন চোখে পড়ছে না। আর পড়বেই বা কীভাবে! যে হারে তাপদাহ বেড়ে চলেছে—পানি নেই, পানি ছাড়া তারা জীবন রক্ষা করবে কী করে? আমাদের উচিত পরিবেশের বন্ধু কাক পাখিদের কথা ভাবা। তাদের জন্য পানি থালা-বাটিতে করে ঘরের চালে বা ছাদে রাখা। যাতে তারা এই পানি খেয়ে নিজেদের জীবন ধারণ করতে পারে। আসুন আমরা যে যার জায়গা থেকে একটু সচেতন হই। আমাদের বন্ধুদের একটু সাহায্য করি।

ইত্তেফাক/এমআর