শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পর্যায়ক্রমে প্রণোদনা সুবিধা পাবেন ঢাকা মেডিক্যালের ১২৪৬ নার্স

আপডেট : ২৮ মে ২০২১, ০১:২২

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ডিএসসিএইচ) ১ হাজার ২৪৬ জন নার্স পর্যায়ক্রমে প্রণোদনা সুবিধা পাবেন। প্রথমে তিনজন নার্সকে বিশেষ প্রণোদনার আওতায় আনা হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী বাকিদেরও আর্থিক অনুদানের ফাইল অর্থ মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, আশা করছি খুব দ্রুতই প্রণোদনার টাকা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিত্সক, নার্স এবং অন্য স্বাস্থ্যকর্মীরা পাবেন। ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়ে যেসব চিকিত্সক-নার্স কর্মকর্তা-কর্মচারী মারা গেছেন তাদের মধ্যে প্রণোদনার অর্থ পেয়েছেন হাসপাতালের এক জন নার্স, তিন জন কর্মচারী ও এক জন প্রশাসনিক কর্মকর্তা। বাকিদের প্রণোদনার টাকা পাওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে। খুব শিগিগরই তাদের দেওয়া হবে।

তিনি আরো জানান, করোনা রোগীদের সেবা দিয়েছে এমন একজন নার্সও প্রণোদনার বাইরে থাকবে না। বিশেষ প্রণোদনায় দুই মাসের সমপরিমাণ বেতনের টাকা তাদের প্রদান করা হবে অতি শিগিগরই।

বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল শাখার সভাপতি মোহাম্মদ কামাল হোসেন পাটওয়ারী জানান, এখানকার প্রায় সব নার্স ডিউটি টাইম পেরিয়ে গেলেও স্বেচ্ছায় বাড়তি ডিউটি করে থাকেন। করোনার শুরু থেকেই তারা অক্লান্ত পরিশ্রম করে করোনা রোগীদের সেবা দিয়েছেন, এখনো দিচ্ছেন। করোনা রোগীদের সেবা দিতে গিয়ে ৭৫০ জন নার্স আক্রান্ত হয়েছেন। পাশাপাশি এ পর্যন্ত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয় জন নার্স করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

ইত্তেফাক অনলাইন ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন