শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রেস্তোরাঁয় বিনামূল্যে মিলছে স্যানিটারি ন্যাপকিন

আপডেট : ০৮ জুন ২০২১, ১৬:৫৪

রংপুর মহানগরীর রেস্তোরাঁর শৌচাগারে স্যানিটারি ন্যাপকিন বক্স স্থাপন করছে রংপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘চলো স্বপ্ন ছুঁই’। বৃহস্পতিবার (৩ জুন) সকালে নগরীর ধাপ এলাকায় দ্যা কিচেন ও মুন্সিপাড়ায় কিচেন এক্সপ্রেস রেস্তোরাঁর শৌচাগারে স্যানিটারি ন্যাপকিন বক্স স্থাপন করে সংগঠনটি। এর পাশাপাশি ব্যবহৃত ন্যাপকিন নির্দিষ্ট স্থানে ফেলার জন্য আলাদা ডাস্টবিনও স্থাপন করে তারা।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহতাসিম আবশাদ জিসান বলেন, চলো স্বপ্ন ছুঁইয়ের এ উদ্যোগের নাম প্রজেক্ট অপরাজিতা। ঘরের বাইরে বের হওয়ার পর বা রেস্তোরাঁয় আসার পর হঠাৎ সমস্যা হলে শৌচাগারে রাখা ন্যাপকিন বিনামূল্যে ব্যবহার করতে পারবেন নারীরা। তিনি জানান, শুধু রংপুর নয়, বিভাগের আট জেলায় আমাদের এ কার্যক্রম পরিচালিত হবে। এছাড়া এ কার্যক্রম স্কুল-কলেজগুলোতেও পরিচালনা করা হবে।

No description available.

এর আগে করোনা মহামারিতে লকডাউনে মেয়েদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বাড়ি বাড়ি বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করে সংগঠনটি। এর পাশাপাশি প্রান্তিক পর্যায়ে গিয়ে তারা নারীদের ন্যাপকিনের ব্যবহার ও স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইনও করে।

ইত্তেফাক/এসজেড
 

এ সম্পর্কিত আরও পড়ুন