শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতাল

আজ থেকে সকাল ৯টার পরিবর্তে বিকাল ৩টায় টিকাদান শুরু

আপডেট : ১৪ জুলাই ২০২১, ০২:৩৫

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে আজ থেকে সকাল ৯টার পরিবর্তে বিকাল ৩টায় শুরু হবে টিকাদান কার্যক্রম। চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। আগারগাঁয়ে অবস্থিত এই হাসপাতালে যারা টিকা নিতে নিবন্ধন করেছেন তাদের নতুন সময় অনুযায়ী টিকা গ্রহণের জন্য আসতে বলা হয়েছে।

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. মো. বদরুল আলম মণ্ডল ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, সকালে রোগীদের ভিড় থাকে। আমরা জানি না তাদের মধ্যে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত কিনা। তাই টিকা গ্রহণকারীদের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দেশের মানুষের মধ্যে টিকা নেওয়ার আগ্রহ বেড়েছে। বয়স্কদের অনেকেই এখন টিকাদানকেন্দ্রগুলোতে ভিড় করে টিকা নিচ্ছেন। ফলে তাদের স্বাস্থ্যের বিষয়টি গুরুত্বে সাথে বিবেচনায় নিতে হচ্ছে। 

মঙ্গলবার ১৩ জুলাই থেকে সিটি করপোরেশন এলাকায় আবারও গণটিকাদান শুরু হয়েছে।

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন