শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বরিশালে অক্সিজেন সংকটে করোনা রোগীদের চিকিৎসা ব্যাহত

আপডেট : ২০ জুলাই ২০২১, ১১:১২

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের সামনে অক্সিজেন ভর্তি সিলিন্ডারের জন্য গতকাল সোমবার (১৯ জুলাই) দুপুর থেকে রোগীর স্বজনদের অপেক্ষা করতে দেখা যায়। অক্সিজেন সিলিন্ডার সংকটের কারণে এবং করোনা ইউনিটে দিনদিন রোগী বৃদ্ধি পাওয়ায় এমন দুর্ভোগের সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে। 

বরিশাল মেডিকেলের করোনা ওয়ার্ডে ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু  

করোনা ইউনিটের দ্বিতীয় তলায় ভর্তি করোনা রোগীর স্বজন জোবায়ের খান বলেন, ‌‘আমার আপন চাচাকে এখানে ভর্তি করেছি। তার অক্সিজেন স্যাচুরেশন ৭০ থেকে ৭৫-এ আপডাউন করছে। তাই সার্বক্ষণিক তার অক্সিজেন প্রয়োজন; কিন্তু আমরা চাহিদা মোতাবেক অক্সিজেন পাচ্ছি না। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। তাই দুর্বিষহ দুর্ভোগে রয়েছি। প্রায় সকাল থেকেই মূল ফটকের সামনে দাঁড়িয়ে আছি।’ আরেক রোগীর স্বজন কলি বেগম বলেন, ‘আমার স্বামী করোনা পজিটিভ। এখানে যে চিকিৎসা দরকার তা তো পাচ্ছেই না, এখন অক্সিজেনেরও ঠিকমতো সরবরাহ নেই। ডাক্তার বলেছেন, অক্সিজেন লেভেল ঠিক না হওয়া পর্যন্ত তা কন্টিনিউ দিতে হবে। আমরা শয্যা পাইনি, তাই সেন্ট্রাল অক্সিজেন লাইন দিয়েও অক্সিজেন নিতে পারিনি। সিলিন্ডারের ভরসায় বসে থাকতে হয় তীর্থের কাকের মতো। কখন অক্সিজেন শেষ হবে আবার কখন গিয়ে নতুন সিলিন্ডার আনব সেই টেনশনে থাকতে হয়। সকাল থেকে দাঁড়িয়ে থেকেও সিলিন্ডার পাইনি। দুপুরের পর অক্সিজেন ভরা সিলিন্ডার এসেছে। তবে প্রতিদিন যদি ঘণ্টার পর ঘণ্টা ধরে সিলিন্ডারের ভরসায় বসে থাকতে হয় তাহলে তো রোগী বাঁচানো সম্ভব নয়। দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান চাই।’

হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, ‘অক্সিজেনের কোনো সংকট নেই। সংকট রয়েছে সিলিন্ডারের। আমরা আরো অক্সিজেন সিলিন্ডার চেয়েছি। সেগুলো চলে এলে আর সমস্যা থাকবে না।’

ইত্তেফাক/কেকে

এ সম্পর্কিত আরও পড়ুন