শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সারাদেশে ৭ মার্চ পালিত

আপডেট : ০৭ মার্চ ২০২১, ২১:৩৮

যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দেশের বিভিন্ন জেলায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হচ্ছে । জাতির পিতা বন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) তাঁর ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। ৭ মার্চ শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো দক্ষিণ এশিয়ার জন্যই একটি গুরুত্বপূর্ণ দিন। পাঁচ দশক আগে এই দিনেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করতে লাখো মানুষকে ডাক দিয়েছিলেন। এ ভাষণ এখনো অনুপ্রেরণা জোগায়। ইত্তেফাক প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত...

ভেদরগঞ্জ (শরীয়তপুর) সংবাদদাতা: শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাকের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। পরে উপজেলার শহীদ আক্কাস শহীদ মহিউদ্দিন সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসীফের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ সদস্য নাহিম রাজ্জাক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শঙ্কর চন্দ্র বৈদ্য, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার তোফাজ্জল হোসেন মোড়ল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হাওালাদার, ভেদরগঞ্জ পৌরসভার মেয়র আবুল বাশার চোকদার, ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ রশিদুল বারীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ এ সময় পুষ্পস্তবক অর্পণ করেন।

ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা: দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে ঐতিহাসিক ৭ই মার্চ পালন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সকালে পুষ্পমাল্য অর্পণসহ সকাল ১০ টায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর রাণীনগরে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭মার্চ ভাষণ দিবস উদযাপন করা হয়েছে। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু। পরে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অপরদিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো: আনোয়ার হোসেন হেলালের নেতেৃত্বে দলীয় কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা: কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ শহীদ মিনারে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউএনও পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন ইউএনও নূরে তাসনিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি, ওসি মো. রাজু সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহের উদ্দিন ধনী, আবুনুর মো: আক্তারুজ্জামানসহ প্রমুখ।

বোদা (পঞ্চগড়) সংবাদদাতা: পঞ্চগড়ের বোদায় নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বোদা উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার, আলোচনা সভা ও ভাষণ প্রতিযোগিতার আয়োজন করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে 'বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, পৌর মেয়র এ্যাড. ওয়াহিদুজ্জামান সুজা, উপজেলা ভাইস-চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুর।

গোপালগঞ্জ প্রতিনিধি ও টুঙ্গিপাড়া সংবাদদাতা: ঐতিহাসিক ৭ মার্চের সুবর্ণ জয়ন্তীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে। ৭ মার্চ সকালে গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা ও পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা ফুল দিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি আহমেদ সাইফুর রহমান ছোটন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও গাজীপুর মহানগর কমিটির সভাপতি আকাশ শেখের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানানো হয়। আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক শাহিদা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো. ইলিয়াছুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 

দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দিন আহমেদ। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও শারমিন আক্তারের সভাপতিত্বে ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিক নির্দেশনামুলক ভাষণের উপর আলোকপাত করেন, সংসদ সদস্য সরোয়ার জাহান বাদশা, উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন। এসময় ভাইস চেয়ারম্যান সাকির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ লালু সহ বিভিন্ন সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা: পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজেনে রোববার ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পলাশবাড়ী-সাদুল্যাপুর আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি। 
উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে উপজেলা পরিষদ বঙ্গবন্ধু হলরুমে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জাল হোসেন সরকার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সাধারণ সম্পাদক শামিকুল ইসলাম সরকার লিপন প্রমুখ। 

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ৭ই মার্চ পালিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, পৌর মেয়র আলহাজ তফাজ্জল হোসেন, অফিসার ইনচার্জ রাজু আহম্মেদ।

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পালিত হয়েছে। এছাড়া আওয়ামী লীগের আয়োজনে এই বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ আয়োজন করা হয়।
এদিকে জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুস সালাম, সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, পৌর আওয়ামী লীগের সভাপতি মুনায়েম খান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ): হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ ই মার্চ পালন করা হয়েছে। এদিন সকালে রেলওয়ে পার্কিং এ বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়। শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসন, শায়েস্তাগঞ্জ থানা পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ পুষ্পস্তবক অর্পণ করে। এসময় শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব,শায়েস্তাগঞ্জ পৌর মেয়র ফরিদ আহমেদ অলি, জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ সরদার। শায়েস্তাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল খান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রমা পদ দে, প্রমুখ উপস্থিত ছিলেন।

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়েছে। সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জয় বাংলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথম পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। এরপর জেলা পুলিশ, সিভিল সার্জন কার্যালয়, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, গোমস্তাপুর থানা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পৃথক পৃথক ভাবে নানা কর্মসূচী পালন করে। উপজেলা প্রশাসন কর্তৃক গৃহীত কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, ঐতিহাসিক ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণ প্রচার ও আলোচনা সভা। এদিকে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, অন্যদের মধ্যে বক্তব্য দেন গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন,উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন, গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস, জেলা পরিষদের সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিমা বেগম, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল প্রমুখ। 

স্টাফ রিপোর্টার, রংপুর: রংপুরে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। এদিন সকাল ৯টায় জেলা প্রশাসন, রংপুর এর উদ্যোগে নগরীর ডিসি মোড়স্থ বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। রংপুরের বিভাগীয় কমিশনার জনাব মো. আবদুল ওয়াহাব ভূঞা, জেলা প্রশাসক জনাব মো. আসিব আহসানসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা,আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। এরপর বঙ্গবন্ধুর ম্যুরালে সশস্ত্র সালাম প্রদান কার্যক্রম পরিচালিত হয়।

ফেনী প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে ফেনীতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (৭ মার্চ) সকালে জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান ও পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে শহরের রাজাঝি দিঘী পাড়স্থ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, পৌরসভা, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এদিকে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি পিপি হাফেজ আহম্মদ। এসময় দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা: ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রায়পুর থানা পুলিশের উদ্যোগে আলোচনা সভা হয়েছে। রবিবার বিকেলে থানা প্রাঙ্গণে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন ওসি আবদুল জ‌লিল। এসময় উপস্থিত ছি‌লেন সহকারী পুলিশ সুপার স্পিনা রানী প্রামাণিক, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর র‌শিদ, নব নির্বাচিত মেয়র গিয়াস উদ্দিন রু‌বেল, পৌর আওয়ামী লী‌গের আহ্বায়ক কাজী জাম‌শেদ ক‌বির প্রমুখ।

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা: নাটোরের বাগাতিপাড়ায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সাংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল উক্ত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন এবং দলীয় নেত্রীবৃন্দদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের জনগণ জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। এ সময় স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা, উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা দেবী পাল, থানার অফিসার ইনচার্জ নাজমুল হক, বাগাতিপাড়া প্রেসক্লাব’র অধ্যক্ষ সাজেদুর রহমান, আ’লীগের নেতা অধ্যাপক ইউনুস আলী সহ আ’লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিল। 

বশেমুরবিপ্রবি সংবাদদাতা: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের ৫০১নং কক্ষে উপাচার্য অধ্যাপক ড. এ. কিউ. এম মাহবুবের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মূল প্রবন্ধ “৭ই মার্চের ভাষণ: আন্তর্জাতিক স্বীকৃতি ও বাংলাদেশের অর্জন” উপস্থাপন করেন বঙ্গবন্ধু ইনস্টিটিউট অব লিবারেশন ওয়ার অ্যান্ড বাংলাদেশ স্টাডিজের সহকারী অধ্যাপক মোছাঃ সানজীদা পারভীন এবং অন্যান্যের বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এম এ সাত্তার, আইন অনুষদের ডিন মো. আবদুল কুদ্দুস মিয়া, রেজিস্ট্রার মো. আব্দুর রউফ, প্রক্টর ড. মো. রাজিউর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক এস.এম গোলাম হায়দার, শিক্ষক সমিতির সভাপতি ড. মো. কামরুজ্জামান, শেখ রাসেল হলের প্রভোস্ট মো. ফায়েকুজ্জামান মিয়াসহ অনেকে।
 

স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহীতে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপিত হয়েছে। প্রথমবারের মতো জাতীয় দিবস হিসেবে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়। রাজশাহী জেলা ও বিভাগীয় প্রশাসন, রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী শিক্ষাবোর্ড, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড, রাজশাহী কলেজ, রাজশাহী মেডিক্যাল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে। কর্মসূচিতে ছিল সকালে জাতীয় পতাকা উত্তোলন, পদযাত্রা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং মাইকে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ সরাসরি সম্প্রচার প্রভৃতি। 

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা: দেশব্যাপী বাংলাদেশ পুলিশের কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা পুলিশের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত হয়েছে। রবিবার জাতীয় দিবস উদযাপনে ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তির জন্য আনন্দ উদযাপন শিরোনামে  অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার কামাল হোসেন, সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, নব নির্বাচিত পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রমুখ।
 

ইত্তেফাক/এমএএম