শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অস্ট্রেলিয়ায় ২৭০ বাংলাদেশির চাকরির সুযোগ

আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ০৭:৪৭

আইটি ডেভেলপার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, সোশ্যাল ওয়ার্কার, চিকিৎসক, নার্সসহ ৯ ধরনের পদে পেশাজীবী নেবে অস্ট্রেলিয়া। দেশটির কিছু কোম্পানির জন্য বাংলাদেশ থেকে পেশাজীবীকে নিয়োগ দেওয়া হবে।

৯ ধরনের পদে মোট ২৮০ জনকে নিয়োগ দেওয়া হবে। রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে এ নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে।

আরও পড়ুন: সপ্তাহের সেরা চাকরি

বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। অনলাইনে পদগুলোর জন্য আগামী ১৮ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে। প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা।

পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্ত জানা যাবে বিজ্ঞপ্তিতে।

পদগুলো হলো—

* চিকিৎসক: ৩০টি, * নার্স: ৩০টি

* আইটি ডেভেলপার: ৩০টি, * সফটওয়্যার ইঞ্জিনিয়ার: ৩০টি

* সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট: ৩০টি

আরও পড়ুন: কোন ইন্টারভিউ কীভাবে দেবেন?

* ওয়েল্ডার: ৩০টি

* মেকানিক্যাল ফিটার: ৩০টি

* এইজড কেয়ার: ৩০টি

* সোশ্যাল ওয়ার্কার: ৩০টি

আগ্রহীদের https://forms.gle/YtpdbPvQxgHxX2cT6 লিংকের মাধ্যমে আবেদন করতে হবে। বিস্তারিত জানা যাবে বোয়েসেলে ওয়েবসাইটে http://www.boesl.gov.bd/।

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন