শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ক্যারিয়ারের প্রথম ইভেন্টেই সফলতা

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৩০

বিয়ে মানে উৎসব মুখর পরিবেশ। আর এই আনন্দকে আরো বেশি বাড়িয়ে দিতে এঞ্জিলিকা ইভেন্ট সলিউশন সম্প্রতি আয়োজন করে বাংলাদেশের বৃহত্তম বিবাহ উৎসব। এই উৎসবের টাইটেল স্পন্সর ‘লে-মেরিডিয়ান ঢাকা’। আর এই ইভেন্টের সফলতার অংশ হিসেবে মূল ভূমিকায় ছিলেন এঞ্জিলিকা ইভেন্ট সলিউশনের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার কাজী সোমায়া রহমান। এটা তার ক্যারিয়ারের প্রথম ইভেন্ট হলেও এতেই সফলতা পেয়েছেন তিনি।

ঢাকায় জন্মগ্রহণ করা সোমায়া মাস্টারমাইন্ড থেকে ও লেভেল এবং এ লেভেল শেষ করে লন্ডনে বিবিএ এবং পাশাপাশি এলএল বিতে ডাবল অনার্স শেষ করেন। এরপর প্রায় ৯ বছর লন্ডনে ছিলেন তিনি। সোমায়ার শিক্ষকতা ক্যারিয়ার ছিল প্রথমদিকে। হার্ডকো ইন্টা:স্কুল, অস্ট্রেলিয়ান ইন্টা: স্কুল ইংরেজি বিষয়ে শিক্ষকতা করেছেন।

কাজী সোমায়া রহমান বলেন, লন্ডন থেকে ঢাকায় ফেরার পর প্রথমে একটা ব্যাংকে কিছুদিন চাকরি করেছি। এরপর গত বছরের নভেম্বর থেকে কাজ করছি এঞ্জিলিকার সঙ্গে। খুব ভালো এবং ব্যস্ত সময় কাটছে এখানে। প্রথমে তো ভেন্যু সিলেকশনের জন্য একটা বিষয় ছিল, এরপর সেলেব্রিটি ফাইনাল করা, স্পন্সর ম্যানেজ করা, সংবাদ সম্মেলন, স্ক্রিপ্ট রাইটিংসহ প্রায়ই সব কাজই আমি ভালোভাবে করার চেষ্টা করেছি।

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন