শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ফ্যাশন ডিজাইন অ্যান্ড মার্চেন্ডাইজিংয়ে ক্যারিয়ার

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১০:১৯

জব মার্কেট এখন এতই চ্যালেঞ্জিং যে, সময়মত সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে এর খেসারত গুনতে হয় সারা জীবন। বিশেষকরে ক্যারিয়ারের প্রশ্নে। তাই উচ্চশিক্ষার শুরুতেই হিসেব কষে পা ফেলতে হবে, এমন বিষয় বেছে নিতে হবে; যেখানে সময় ও অর্থের অপচয় হবে না। বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশে এখন এমন অনেক পড়াশুনা আছে, যা সম্পন্ন করতে পারলে শিক্ষা জীবন শেষ করার আগেই জবের প্রস্তাব আসে। পক্ষান্তরে এসব কোর্স সম্পন্ন করতে ব্যয় তুলনামূলক ভাবে যেমন কম, তেমনি নেই কোন সেশন জট। এমনই একটি সম্বাবনাময়ী ও সাশ্রয়ী ক্ষেত্র গার্মেন্টস শিল্প। কিন্তু এই শিল্পকে এগিয়ে নিতে মূল চালিকা শক্তি যে দক্ষ জনবল, তার প্রকট অভাব রয়েছে আমাদের। আর এই শূন্যতা পুরণের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে এগিয়ে চলেছে কলেজ অফ ফ্যাশন টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট (সিএফটিএম)। এটি একটি সম্পূর্ণ প্রফেশনাল ও কর্মমুখী শিক্ষা প্রতিষ্ঠান।

Textiles, Fashion Merchandising, and Design M.S. – Programs

যে কোন গ্রুপ থেকে কমপক্ষে জিপিএ ২.৫ পেয়ে এইচ এস সি পাশ করেছেন এমন শিক্ষার্থিগণ এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৪ বছর মেয়াদি বিএসসি অনার্স ইন ‘অ্যাপারেল ম্যানু: টেকনোলোজি, নিটওয়্যার ম্যানু: টেকনোলোজি এবং ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি কোর্সে ভর্তি ও পরীক্ষায় অংশগ্রহন করতে পারবেন। এবং যারা ‘ও’ লেভেল বা জিইডি বা এইচ এস সি পাশ, তারা সিএফটিএম গ্র্যাজুয়েট প্রোগ্রাম; জি-সিএফটিএম’ প্রোগ্রাম ও ৪ বছর (১২০ ক্রেডিট) ও ২ বছর মেয়াদী (৬০ ক্রেডি) হায়ার ন্যাশনাল ডিপ্লোমা প্রোগ্রামের অধীনে ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি ও গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং ম্যানেজমেন্ট এর মত প্রফেশনাল কোর্স গুলোতে ভর্তি ও এর পরীক্ষায় অংশগ্রহন করতে পারবেন। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে ০১৭৮৭-৩৩২২০০ এই নম্বরে ফোন করতে পারেন।

Apparel Merchandising | Process Flow Chart of Garments Merchandising -  Garments Merchandising

এদিকে স্নাতক পাসকৃতরা এক বছর মেয়াদী (৩০ ক্রেডিট) ই-এমবিএ প্রোগ্রামে অ্যাপারেল মার্চেন্ডাইজিং পড়তে পারেন। আর ৬ মাসের সাটিফিকেট কোর্স করতে চাইলে অ্যাপারেল মার্চেন্ডাইজিং, ফ্যাশন ডিজাইন ও ওয়ার্ক স্টাডি এন্ড প্রোডাকশন প্ল্যানিং ফর অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং কোর্স গুলোর যে কোন একটিতে ভর্তি হতে পারেন। এছাড়াও ১.৫ মাস থেকে ৪ মাস মেয়াদী বিভিন্ন শর্ট কোর্স যেমন, ফেব্রিক্স, প্যাটার্ন, কমপ্ল্যায়েন্স ও অন্যান্য কোর্সগুলোর যে কোন একটি করতে পারেন। সিএফটিএম এর টিউশন ফি অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের তুলনায় কম।

জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ টেকিনক্যাল এডুকেশন বোর্ড এর অধিভুক্ত এই কলেজটি বিএমএন থ্রি ফাউন্ডেশেন কর্তৃক প্রতিষ্ঠিত এবং ট্রাষ্টিবোর্ড অ্যাক্ট কর্তৃক নিবন্ধিত। কলেজটির পরিচালনা পর্ষদে সভাপতি হিসেবে আছেন হরাইজন ফ্যাশন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার (টেক্সটাইল) মীর মোবাশ্বের আলী এবং সার্বিক পরিচালনায় আছেন, শেখ মোহাম্মদ নিজামউদ্দিন (এমবিএ), যিনি দীর্ঘদিন শিক্ষকতা পেশা এবং একাডেমিক অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে বিজিএমইএ ইনষ্টিটিউট অব ফ্যাশন এন্ড টেকনোলজি ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে কাজ করেছেন।

ওয়েব: www.cftm-bd.com

ইত্তেফাক/কেকে

এ সম্পর্কিত আরও পড়ুন