শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সকল প্রতিবন্ধকতা মোকাবিলা করে সফল নামিরা হক

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ০৫:৫৮

দৃঢ় মনোবলের মাধ্যমে সফলতা অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন নামিরা হক বাধন। দেশের প্রেক্ষাপটে একজন নারী হিসেবে সকল প্রতিবন্ধকতা মোকাবিলা করে এগিয়ে যাচ্ছেন বাধন। ২০১৩ সালে উদ্যোক্তা হিসেবে পথচলা শুরু করেন নামিরা হক বাধন। শুরুতে ভারতীয় ডিজাইনের বিভিন্ন ধরণের শাড়ি এবং অন্যান্য সামগ্রী নিয়ে কাজ শুরু করেন তিনি। ভারতের গুজরাটে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে ফ্যাশন ডিজাইনিংয়ের উপর বেশ কিছু কোর্স করেছেন।

নামিরা হক বাধন জানান, একজন উদ্যোক্তা হিসেবে পরিবার থেকে দারুণ সহযোগিতা পেয়েছেন বাধন। শুরুতেই তার পাশে ছিলেন তার পরিবার। নামিরা হক বাধন এর স্বামী তার স্বপ্ন পূরণে অপরিহার্য ভূমিকা রেখেছেন। স্ত্রীর স্বপ্ন পূরণে সবধরনের সহায়তার মাধ্যমে পাশে ছিলেন তিনি। পরিবার এর সহায়তায় ভারতীয় পণ্য বিপুল পরিমাণে আমদানি করতে সক্ষম হয়েছিলেন নামিরা। আর্থিকভাবে তার পরিবার তাকে ব্যাপকভাবে সাহায্য করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নামিরা হক বাধন এর রয়েছে দুইটি পেজ। একটি পেজ এর মাধ্যমে তিনি তার ব্যবসা পরিচালনা করেন এবং অন্য পেজ এর মাধ্যমে তিনি লাইফস্টাইল ভ্লগ করে থাকেন। দৈনন্দিন জীবনে নামিরার কার্যক্রম এবং কেনাকাটা তুলে ধরেন দর্শকদের মাঝে তার ভ্লগ এর মাধ্যমে। নামিরা হক বাধন এর ভ্লগিং পেজ ‘নামিরা'স ভ্লগ।

ভারতে বিভিন্ন কোর্স এর ব্যাপারে বাধন বলেন, ‘আমি ভারতের গুজরাটে ডিজাইনিং এর উপরে বেশ কিছু কোর্স করেছি, যার ফলে আমি অনেক কিছু শিখতে পেরেছি এবং পরবর্তীতে তা আমার ব্যবসা এবং ব্যক্তিজীবনে দারুণ ভূমিকা রেখেছে। দক্ষ উদ্যোক্তা হিসেবে কাজ করার লক্ষ্যেই আমি মূলত কোর্সগুলো করেছি।’

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন