শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জাপানি মোটিফে নতুন কালেকশন নিয়ে গ্রামীণ ইউনিক্লো

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৪১

বাজারে নতুনভাবে জাপানি মোটিফের ডিজাইনে পোশাক নিয়ে এলো গ্রামীণ ইউনিক্লো। দেশীয় ঐতিহ্যের সঙ্গে জাপানি ঐতিহ্যের সংমিশ্রণে তৈরি এ সকল পোশাক গতানুগতিক প্রচলিত ধারার বাহিরে এক নতুন মাত্রা সংযোজন করবে ভোক্তাদের ফ্যাশন সচেতনতায়।

জাপান বরাবরই চমকপ্রদ এক ঐতিহ্যবাহী দেশ। ফ্যাশন এবং পোশাক জগতে এক অনন্য নামও বটে। জাপান তথা টোকিও এর বিভিন্ন ঐতিহ্যকে উপজীব্য করে ডিজাইন এবং তৈরি করা হয়েছে গ্রামীণ ইউনিক্লো’র নতুন এই কালেকশন। গতানুগতিক প্রচলিত ধারার বাহিরে গিয়ে ভোক্তাদেরকে নতুন কিছু পরিবেশন করার প্রেরণায়ই গ্রামীণ ইউনিক্লোর এমন উদ্যোগ। নতুন এসকল পোশাকের মধ্য দিয়ে জাপানের বিভিন্ন ঐতিহ্য ও ধারাকে তুলে ধরা হয়েছে।

নতুন এই কালেকশনে ছেলেদের জন্য থাকছে জাপানি মোটিফের বিভিন্ন রঙের শার্ট, সলিড, স্ট্রাইপড ও প্রিন্টেড পোলো শার্ট, টি-শার্ট, জিনস্, চিনো প্যান্টস্, ইজি প্যান্টস্ সহ বিভিন্ন আইটেম এবং মেয়েদের জন্য বিভিন্ন রঙের কামিজ, টপস্, টিউনিক, জিনস্, লেগিংস, পালাজ্জোসহ থাকছে আরো অনেক আইটেম।

এ সকল আইটেম ৩৯০ থেকে ১৯৯০ টাকায় একযোগে গ্রামীণ ইউনিক্লোর বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, ধানমন্ডি সাইন্সল্যাব মোড়, কাঁটাবন মোড়, খিলগাঁও তালতলা, নয়াপল্টন, মিরপুর-০১, মোহাম্মদপুর রিং রোড, ধানমন্ডি মেট্রো শপিং মল, যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড, ওয়ারী র‌্যাংকিন স্ট্রিট, গুলশান বাড্ডা লিংক রোড, সাভার সিটি সেন্টার, নিউ এলিফ্যান্ট রোড, বেইলি রোড, জয়দেবপুর বাজার রোড এবং নরসিংদী বৌয়াকুঢ় মোড় স্টোরে পাওয়া যাবে।

ইত্তেফাক/আরএ

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন